Samsung Galaxy S25 FE-তে Exynos 2400 প্রসেসর এবং 8 জিবি পর্যন্ত RAM থাকতে পারে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S24 FE (ছবিতে) 2024 সালের সেপ্টেম্বর মাসের শেষে লঞ্চ হয়েছিল
Samsung Galaxy S25 FE চলতি বছর যে সময় লঞ্চ হওয়ার কথা ছিল, তার আগেই বাজারে আসতে চলেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি। তবে এখন একটি রিপোর্ট ফোনটির লঞ্চ ডেট ও দাম ফাঁস করেছে। সম্প্রতি স্মার্টফোনটির ছবি এবং রঙের বিকল্পগুলি অনলাইনে ফাঁস হয়েছিল। এটি হালকা নীল, গাঢ় নীল, কালো এবং সাদা রঙে বিক্রি হতে পারে। হ্যান্ডসেটটি Exynos 2400 প্রসেসরে চলবে বলে জানা গিয়েছে। এছাড়া, Samsung Galaxy S25 FE-তে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে।
FNN নিউজের এক প্রতিবেদন অনুসারে, Samsung Galaxy S25 FE দক্ষিণ কোরিয়ায় সেপ্টেম্বর 19 লঞ্চ হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হ্যান্ডসেটটির দাম সম্ভবত 1 মিলিয়ন কোরিয়ান ওনের নিচে থাকবে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 63,000 টাকা দাঁড়াচ্ছে। যদিও এ দেশে লঞ্চ হলে দাম 50,000 টাকার কাছাকাছি থাকবে বলে আশা করা যায়। সম্প্রতি স্যামসাং নিজেও নিশ্চিত করেছে যে, স্মার্টফোনটি পূর্ববর্তী Galaxy S24 FE এর চেয়ে আগেই বিশ্ব বাজারে আসবে।
স্যামসাং গ্যালাক্সি এস25এফই ফোনটিতে 6.7 ইঞ্চি স্ক্রিন থাকতে পারে। এটি FHD+ প্লাস রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, এবং Gorilla Glass Victus+ প্রোটেকশন অফার করবে। এতে এক্সিনস 2400 চিপসেট ব্যবহার করা হবে ও Android 16-ভিত্তিক One UI 8 কাস্টম মোবাইল অপারেটিং সিস্টেমে রান করবে। কোম্পানি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি করতে পারে।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Samsung Galaxy S25 FE-তে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। এটি একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 3x অপটিক্যাল জুম সহ একটি 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে। সামনের দিকে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে 4,900mAh ব্যাটারি মিলতে পারে। এটি 45W চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।।
উল্লেখ্য, বিদ্যমান Galaxy S24 FE মডেলটি গত বছর সেপ্টেম্বর মাসের শেষে ভারতে লঞ্চ হয়েছিল। এতে 6.7 ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, Exynos 2400e চিপ, 8 জিবি RAM, 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 25W ফাস্ট চার্জিং সমর্থন সহ 4,700mAh ব্যাটারি আছে। বর্তমানে ফোনটির 128 জিবি ও 256 জিবি ভেরিয়েন্ট যথাক্রমে 35,999 টাকা ও 41,999 টাকায় বিক্রি হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন