Vivo Y04s এর 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে 60 হার্টজ থেকে 90 হার্টজের মধ্যে রিফ্রেশ রেট এবং 570 নিটের সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে৷
Photo Credit: Vivo
Vivo Y04s ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে এসেছে
Vivo Y04s কম দামে বাজারে চলে এল। ভারতীয় মুদ্রায় 7,500 টাকারও কমে লঞ্চ হয়েছে নয়া স্মার্টফোনটি। এটি অক্টা-কোর Unisoc চিপসেটের সঙ্গে এসেছে। ফোনটির প্রধান আকর্ষণ পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি যা ফুল চার্জে সারাদিন ব্যবহার করা যাবে। Vivo Y04s মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট, ক্রিস্টালাইন ম্যাট ডিজাইন, ডুয়াল ব্যান্ড Wi-Fi, ফ্ল্যাশচার্জ সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং 570 নিটের পিক ব্রাইটনেস। নতুন হ্যান্ডসেটটি একটাই স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি করছে ভিভো। তবে দু'টো কালার অপশন থাকছে। চলুন ফোনটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Vivo Y04s এর সামনে 6.74-ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে যা HD+ রেজোলিউশন (1600 x 720 পিক্সেল), 60 হার্টজ থেকে 90 হার্টজের মধ্যে রিফ্রেশ রেট, 570 নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা, ও 260 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার পারে। ফোনটিকে জল ও ধুলো থেকে রক্ষা করার জন্য IP64 রেটিং এবং শক প্রতিরোধের জন্য MIL-STD-810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর পিছনের প্যানেলে ক্রিস্টালাইন ম্যাট ফিনিশ রয়েছে।
ছবি এবং ভিডিও করার জন্য, ভিভো ওয়াই04এস ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে এসেছে। পিছনের অংশে LED ফ্ল্যাশ সহ একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি QVGA সেকেন্ডারি লেন্স রয়েছে। আর সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান যা একটি ওয়াটার ড্রপ-স্টাইল নচের ভিতরে রাখা হয়েছে। ক্যামেরা নাইট, পোর্ট্রেট, প্যানোরামা, স্লো মোশন, ও টাইম-ল্যাপস মোড অফার করে।
ভিভোর নতুন হ্যান্ডসেটটির ডিসপ্লে 70 শতাংশ কালার গ্যামুট এবং কালার স্যাচুরেশন লেভেলও অফার করে। ফোনটি একটি অক্টা-কোর Unisoc T612 চিপ দ্বারা চালিত। এতে 4 জিবি LPDDR4X র্যাম এবং 64 জিবি eMMC5.1 অনবোর্ড স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
Vivo Y04s ফোনটিতে 6,000mAh ব্যাটারি এবং 15W ফ্ল্যাশচার্জ সাপোর্ট পাবেন। নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। এটি সফটওয়্যারের দিক থেকে Android 14 ভিত্তিক FuntouchOS 14-এ চলে। ফোনটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সরের মতো অনবোর্ড সেন্সর দিয়ে সজ্জিত। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2, USB টাইপ-সি পোর্ট, Beidou, GLONASS এবং Galileo।
Vivo Y04s ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। সেখানে দাম 13,99,000 IDR (ভারতীয় মুদ্রায় প্রায় 7,480 টাকা)। ফোনটি একটাই স্টোরেজ ভেরিয়েন্ট (4 জিবি + 64 জিবি) এবং দুটি রঙের বিকল্পে (ক্রিস্টাল পার্পল এবং জেড গ্রিন) পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি ইন্দোনেশিয়ায় অনলাইন ও অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এটি ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন