গেমিং ফোন এবার সস্তায়, এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে Infinix GT 30 5G+, BGMI খেলা যাবে 90fps-এ

Infinix GT 30 5G+ একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হবে। মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য, এতে শোল্ডার ট্রিগার থাকবে।

গেমিং ফোন এবার সস্তায়, এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে Infinix GT 30 5G+, BGMI খেলা যাবে 90fps-এ

Photo Credit: Infinix

Infinix GT 30 5G+ ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন রঙে বিক্রি হবে

হাইলাইট
  • Infinix GT 30 5G+ ফোনে 144 হার্টজ AMOLED স্ক্রিন থাকবে
  • ফোনটি শোল্ডার ট্রিগার বাটনের সঙ্গে আসবে
  • Infinix GT 30 5G+ এর ব্যাক প্যানেলে কাস্টমাইজেবল লাইট থাকবে
বিজ্ঞাপন

Infinix GT 30 5G+ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ হবে। খুব সম্প্রতি Gadgets 360 স্মার্টফোনটির আগমনের সম্পর্কে জানিয়েছিল। আর এখন কোম্পানি লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এটি জুনে এ দেশে লঞ্চ হওয়া Infinix GT 30 Pro 5G-এর থেকে সস্তায় আসবে বলে আশা করা হচ্ছে। ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট আপকামিং ফোনটির ডিজাইন ও বেশ কিছু ফিচার্স ইতিমধ্যেই প্রকাশ করেছে। Infinix GT 30 5G+ শোল্ডার ট্রিগার বাটন, Dimensity 7400 প্রসেসর, 144 হার্টজ AMOLED ডিসপ্লে, 16 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত), ও সংস্থার নিজস্ব AI স্যুটের সঙ্গে বাজারে আসতে চলেছে।

ভারতে Infinix GT 30 5G+ লঞ্চের তারিখ

ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে, Infinix GT 30 5G+ ভারতে আগস্ট 8 দুপুর 12টায় লঞ্চ হবে। হ্যান্ডসেটটি ফ্লিপকার্ট ও অফলাইন রিটেল স্টোরে কেনার জন্য উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে — ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন।

Infinix GT 30 5G+ স্পেসিফিকেশন (অফিশিয়াল)

Infinix GT 30 5G+ একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হবে। মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য, এতে শোল্ডার ট্রিগার থাকবে। কোম্পানির দাবি, একে ব্যবহারকারীরা ইন-গেম কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, দ্রুত অ্যাপ লঞ্চ এবং ভিডিও প্লেব্যাকের জন্য ব্যবহার করতে পারবে। ফোনটি চলবে 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 7400 প্রসেসরে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম ধরে) ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করবে। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 7,79,000+ স্কোর করেছে।

ইনফিনিক্স জিটি 30 5G+ স্মার্টফোনটির সামনে 1.5K AMOLED স্ক্রিন থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 10-বিট কালার ডেপ্থ, ও সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস অফার করবে। এতে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন থাকবে। স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হবে Cyber Mecha 2.0 ডিজাইন। পিছনে Mecha লাইট থাকবে যা বিভিন্ন প্যাটার্ন দিয়ে কাস্টমাইজ করা যাবে। 

Infinix GT 30 5G+ ফোনে 90fps পর্যন্ত গতিতে BGMI খেলা যাবে৷ গেমটির নির্মাতা Krafton এই ফিচারটি অফিশিয়ালি সার্টিফাই করেছে। ইনফিনিক্স জানিয়েছে, XBoost AI দ্বারা গেমিং ক্ষমতা বৃদ্ধি করা যাবে। ফোনটি তিনটি পারফরম্যান্স মোড, একটি ই-স্পোর্টস মোড, AI ম্যাজিক ভয়েস চেঞ্জার এবং জোনটাচ মাস্টার অফার করবে বলে জানা গিয়েছে। 

এছাড়াও, Infinix GT 30 5G+ কোম্পানির Infinix AI স্যুটের সাথে আসবে৷ যার মধ্যে AI কল অ্যাসিস্ট্যান্ট, AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট, Follax ভয়েস অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে৷ আবার এটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ Google এর সার্কেল টু সার্চ ফিচার সাপোর্ট করবে৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi K90 সিরিজ বাজার কাঁপাতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চ কবে দেখুন
  2. Samsung-এর এই তিন ফোনে Android 16 আপডেট চলে এল, আপনি পেয়েছেন
  3. গিরগিটির স্টাইলে বদলে যাবে রং, নতুন স্মার্টফোনের নকশায় চমক আনছে iQOO
  4. 32MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oppo K13s
  5. Amazon সেলে 58,000 টাকার রেকর্ড ছাড়ে Samsung Galaxy S24 Ultra
  6. Meta Ray-Ban Display: চশমাতেই এখন স্মার্টফোনের স্ক্রিন, করা যাবে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ!
  7. Amazon-এর ফেস্টিভ সেলে 12,000 টাকা ডিসকাউন্ট মিলবে OnePlus 13 স্মার্টফোনে
  8. CMF Headphone Pro: চাকা ঘুরিয়ে শব্দ নিয়ন্ত্রণ! পুজোয় আসছে অভিনব হেডফোন
  9. Leica-র দুর্ধর্ষ ক্যামেরায় বাজিমাত করবে Xiaomi 15T, কেমন ফিচার্স থাকবে দেখুন
  10. 6,000mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও 120Hz ডিসপ্লের নতুন 5G স্মার্টফোন আনল Redmi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »