টেলিযোগাযোগ দফতর বা DOT-এর ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর (FRI) সিস্টেম প্রায় 4 লক্ষ সিম কার্ড কালো তালিকাভুক্ত করেছে।
FRI প্রতিদিন 2000টি মোবাইল নম্বর শনাক্ত করছে
ভারতে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাল্লা দিয়ে যেমন বাড়ছে, তেমনই আর্থিক প্রতারণার ঘটনা দিন দিন ঊর্দ্ধমুখী হতে দেখা যাচ্ছে। মোবাইল ফোনে ভুয়ো কলের পাল্লায় পড়ে বা মেসেজে আসা ভুয়ো লিঙ্ক খুললেই ব্যাঙ্ক ব্যালেন্স জিরো হওয়ার ঘটনা অহরহ ঘটছে। এ ক্ষেত্রে সাইবার অপরাধীদের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বেনামে বা ভুয়ো পরিচয়পত্র দিয়ে তোলা সিম কার্ড। তাই আর্থিক প্রতারণার ঝুঁকি কমাতে প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ সিম কার্ড কালো তালিকাভুক্ত করল কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ দফতর বা DOT (ডট)-এর ‘ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর (FRI) সিস্টেম।
ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত FRI সিস্টেম প্রতিদিন প্রায় 2000টি উচ্চ-ঝুঁকিপূর্ণ ফোন নম্বর চিহ্নিত করছে। এই বিশেষ ব্যবস্থাটি গত মে মাসে প্রথম চালু করেছিল ডট। এটি ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম দ্বারা তৈরি একটি বিশ্লেষণাত্মক টুলের উপর ভিত্তি করে তৈরি। সিস্টেমটি এমন মোবাইল নম্বর শনাক্ত করতে পারে যা হয় সাইবার জালিয়াতিতে ব্যবহৃত হয়েছে অথবা ব্যবহারের সম্ভাবনা বেশি।
ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটরের কাজ মূলত সাইবার জালিয়াতি এবং আর্থিক অপরাধ প্রতিরোধ। রিপোর্ট বলছে, এটি চালু হওয়ার পর থেকে আর্থিক প্রতারণামূলক কার্যকলাপের সাথে জড়িত প্রায় 4,00,000 সিম কার্ড কালো তালিকাভুক্ত করেছে। টুলটি প্রতিদিন 2000টি মোবাইল নম্বর শনাক্ত করছে। স্বল্প বিনিয়োগ উচ্চ লাভের প্রতিশ্রুতি দিয়ে ঠকানো বা চাকরি জালিয়াতির সাথে জড়িত থাকার কারণে এই নম্বরগুলিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
DoT এর একজন আধিকারিক ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, এই সরাসরি চিহ্নিত নম্বরগুলি AI-চালিত প্যাটার্ন ম্যাচিংয়ের মাধ্যমে নেটওয়ার্কে আরও সিম কার্ড খুঁজে পেতে ব্যবহার করা হয়েছে। FRI একাধিক ভিন্ন মেট্রিক্স এবং AI ক্ষমতা ব্যবহার করে এমন সংখ্যাগুলি নির্দেশ করে যেগুলি কোনও প্রতারণামূলক কাজে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এই সংখ্যাগুলি সরকারি ডেটাবেস ব্যবহার করে আরও বিশ্লেষণ করা হয় এবং তারপরে একটি রিস্ক রেটিং (নিম্ন, মাঝারি ও উচ্চের মধ্যে) বরাদ্দ করা হয়।
ওই আধিকারিক আরও উল্লেখ করেছেন, FRI গত মাসে GPay, PhonePe এবং Paytm-এর মতো শীর্ষস্থানীয় UPI প্ল্যাটফর্মগুলিকে কোটি কোটি টাকার সম্ভাব্য জালিয়াতি রোধ করতে সহায়তা করেছে। উল্লেখ্য, জুলাইয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) সমস্ত কমার্শিয়াল ব্যাংক, ক্ষুদ্র ফিন্যান্স ব্যাংক, পেমেন্ট ব্যাংক এবং সমবায় ব্যাংকগুলিকে তাদের সিস্টেমে এফআরআই সংহত করার পরামর্শ দিয়েছিল। এই ইন্টিগ্রেশন করার ফলে, জালিয়াতিতে ব্যবহৃত অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় কয়েক ঘন্টায় নেমে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন