Amazon Great Freedom Festival Sale 2025-এ মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, গেমিং ল্যাপটপ, হেডফোন, ব্লুটুথ স্পিকার আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে।
Photo Credit: Xiaomi
Amazon Great Freedom Festival Sale 2025-এ রেডমির 5G ফোনের দাম 7,999 টাকা থেকে শুরু
Amazon Great Freedom Festival Sale 2025 জুলাই 31 শুরু হয়েছিল। ই-কমার্স সংস্থাটির এই শপিং ইভেন্ট এখনও চালু আছে। আর ক'দিন পরেই রাখীবন্ধন। তাই সেলের সুযোগ নিয়ে ভাই-বোনেদের জন্য পছন্দের উপহার সস্তায় কিনতে পারছে বড়রা। মোবাইল ফোন, ট্যাবলেট, ক্যামেরা, স্মার্টওয়াচ, গেমিং ল্যাপটপ, হেডফোন, ব্লুটুথ স্পিকার, হোম থিয়েটার সহ শত শত বৈদ্যুতিন পণ্য আকর্ষণীয় ছাড়ে বিক্রি করছে অ্যামাজন। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নন-ইএমআই লেনদেনের ক্ষেত্রে 1,250 টাকা পর্যন্ত ও ইএমআই লেনদেনে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট (শর্তাবলী প্রযোজ্য) পাচ্ছেন। Gadgets 360 ইতিমধ্যেই অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যালের বিভিন্ন অফার ও ডিল প্রকাশ করেছে। আর আজকের প্রতিবেনটি Redmi কোম্পানির স্মার্টফোনগুলিতে উপলব্ধ বিশেষ অফার নিয়ে।
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে Redmi ব্র্যান্ডের স্মার্টফোনগুলি উল্লেখযোগ্য ছাড়ে পাওয়া যাচ্ছে। আগ্রহী ক্রেতারা যারা নতুন Redmi হ্যান্ডসেট কিনতে চান, তারা এই সেল ইভেন্টের সময় সেরা ডিল পেতে পারেন। ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও, কোম্পানি অতিরিক্ত ক্যাশব্যাক অফার এবং সহজ EMI অপশন অফার করছে। সেল প্রাইস মাত্র 7,999 টাকা থেকে শুরু হচ্ছে।
মডেল | আসল দাম | ডিসকাউন্টের পর দাম | কেনার লিংক |
---|---|---|---|
Redmi A4 5G | 10,999 টাকা | 7,999 টাকা | এখানে কিনুন |
Redmi 14C 5G | 12,999 টাকা | 9,498 টাকা | এখানে কিনুন |
Redmi 13 5G | 19,999 টাকা | 10,999 টাকা | এখানে কিনুন |
Redmi 13 5G Prime | 19,999 টাকা | 11,699 টাকা | এখানে কিনুন |
Redmi Note 14 5G | 21,999 টাকা | 15,999 টাকা | এখানে কিনুন |
উল্লেখ্য, Redmi 15 5G ভারতে আগস্ট 19 লঞ্চ হতে চলেছে। ফোনটির যে ফিচার সবথেকে বেশি হইচই ফেলেছে, সেটি হল 7,000mAh ব্যাটারি। রেডমির দাবি, এটি ফুল চার্জ করলে 23.5 ঘন্টা ইউটিউবে ভিডিয়ো দেখতে পারবেন। এছাড়া, 6.9 ইঞ্চি ডিসপ্লে থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, এতে AI-সমর্থিত 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন