Samsung Galaxy Z TriFold এর সঙ্গে XR হেডসেট (Project Moohan) এবং AI চালিত Samsung Galaxy Glasses লঞ্চ হতে পারে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z TriFold সিলিকন-কার্বন ব্যাটারি সহ আসতে পারে
ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানীয় সংস্থা Samsung তাদের প্রথম ট্রাইফোল্ড ফোন বাজারে আনার প্রস্তুতি আরম্ভ করল। এটি Galaxy Z TriFold নামেই বিগত কয়েকমাস ধরে প্রযুক্তি দুনিয়ার আলোচ্য বিষয়। একটি সাধারণ ফোল্ডেবল ফোন একজোড়া ডিসপ্লে নিয়ে গঠিত ও বইয়ের মতো খোলা বা বন্ধ করা যায়। নতুন প্রজন্মের ট্রাইফোল্ড ফোনে তিনটি স্ক্রিন থাকে ও তিনবার ভাঁজ করা যায়। সম্পূর্ণ ভাঁজ খুলে দিলে এটি ট্যাবলেট বা বড় স্ক্রিনযুক্ত ডিভাইসের মতো কাজ করে। সূত্র থেকে জানা গিয়েছে, Samsung Galaxy Z TriFold এই মাসেই আত্মপ্রকাশ করবে। লঞ্চের তারিখও ফাঁস হয়েছে।
টিপস্টার আইস ইউনিভার্সের দাবি, স্যামসাং তাদের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন দক্ষিণ কোরিয়ায় সেপ্টেম্বর 29 লঞ্চ করবে। যদিও টেক জায়ান্টটি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের অংশ হিসেবে প্রদর্শিত হবে। তবে, ট্রাইফোল্ডই অনুষ্ঠানের একমাত্র আকর্ষণ হবে না। সে দিন XR হেডসেট (Project Moohan কোডনাম) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত Samsung Galaxy Glasses স্মার্ট চশমা লঞ্চ হতে পারে।
স্যামসাংয়ের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ভারতীয় মুদ্রায় দাম 2.60 লক্ষ টাকা থেকে 3.00 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। এতে জি-স্টাইল ডিজাইন থাকবে যা ভিতরের দিকে ভাঁজ করা যাবে বলে অনুমান করা হচ্ছে। ভাঁজ সম্পূর্ণ খোলা অবস্থায়, স্মার্টফোনটির ডিসপ্লের আকার 9.96 ইঞ্চি থাকতে পারে। আর ভাঁজ অবস্থায় 6.54 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডে সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ দ্বারা পরিচালিত হতে পারে। ছবি ও ভিডিও তোলার জন্য, ট্রিপল ক্যামেরা ইউনিট থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম নির্ভর ওয়ান ইউআই 8 কাস্টম সফটওয়্যারে চলবে। উল্লেখ্য, এর আগে ফোনটি স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড নামে আত্মপ্রকাশের কথা জানানো হয়েছিল।
প্রসঙ্গত, 2019 সালে Galaxy Fold এর হাত ধরে প্রথম কমার্শিয়াল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছিল Samsung। তবে ট্রিপল স্ক্রিন ফোল্ডেবল ডিভাইসের ক্ষেত্রে এই সুযোগ হাতছাড়া করে তারা। কারণ দক্ষিণ কোরিয়ান জায়ান্টটিকে টেক্কা দিয়ে 2024 সালের শেষের দিকে বিশ্বের প্রথম ট্রাইফোল্ডেবল স্মার্টফোন Huawei Mate XT লঞ্চ হয়। তাই এখন ট্রিপল ফোল্ড স্মার্টফোন লঞ্চের দৌড়ে সামিল হয়ে নিজেদের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা দেখাতে চাইছে সংস্থাটি। জুলাইয়ে কোম্পানির মোবাইল বিভাগের প্রধান টিএম রো জানিয়েছিলেন, এই বছরের শেষ নাগাদ ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনার লক্ষ্য রাখছেন তারা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Mamta Child Factory Now Streaming on Ultra Play: Know Everything About Plot, Cast, and More