5,500 mAh ব্যাটারী সমৃদ্ধ সবচেয়ে পাতলা 3D বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত Vivo T3 Ultra

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 9 সেপ্টেম্বর 2024 11:39 IST
হাইলাইট
  • Vivo T3 Ultra ফোনটিতে Vivo 40 সিরিজের মত ডিজাইন থাকবে
  • ফোনটিতে IP68-রেটিং যুক্ত করা হবে
  • এটি 80Wএর ফ্ল্যাশ চার্জিং সমর্থন করবে

Vivo T3 Ultra is teased in a green colourway

Photo Credit: Vivo

ভারতে চলতি মাসের শেষে আসার জন্য প্রস্তুত হচ্ছে Vivo T3 Ultra। বর্তমানে কোম্পানীর পক্ষ থেকে ফোনটির লঞ্চের তারিখ ,এটির ডিজাইন এবং কিছু মূল্যবান বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। ফোনটির উপলব্ধতার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে সম্প্রতি ভারতে Vivo T3 Pro হ্যান্ডসেটটি লঞ্চ করা হয়েছে। আসন্ন Vivo T3 Ultra ফোনটি উপস্থিত Vivo T3 সিরিজের লাইনআপে যুক্ত হতে চলেছে, যেটির মধ্যে Vivo T3 pro, Vivo T3 5g, Vivo T3 Lite 5g, এবং Vivo T3x 5g অন্তর্ভুক্ত আছে।

ভারতের বাজারে Vivo T3 Ultra- এর উন্মোচন এবং ডিজাইন:

কোম্পানীর পক্ষ থেকে একটি X পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, ভারতে ফোনটি সেপ্টেম্বরের 12 তারিখে লঞ্চ হবে। ফিল্পকার্ট মাইক্রোসাইটি একটি ইকমার্স সাইটের মাধ্যমে ফোনটির উপলব্ধতা সম্পর্কে নিশ্চিত করেছে।এছাড়াও এটি ভারতীয় ভিভো ই-স্টোরের মাধ্যমে ক্রয় করা যাবে।

Vivo কোম্পানী তাদের লঞ্চের তারিখের পাশাপাশি ফোনটির ডিজাইন উন্মোচন করেছে। টিজার থেকে দেখা যাচ্ছে ফোনটির পিছনের ক্যামেরাটি ভারতে আগস্ট মাসে লঞ্চ হওয়া Vivo V40 সিরিজের মতো। সামান্য উঁচু একটি আয়তকার অংশের মধ্যে গোলাকৃতি আকারে ক্যামেরাগগুলিকে সাজানো হয়েছে। যেটির মধ্যে একটি LED ফ্ল্যাশ লাইট সহ দুটি ক্যামেরা আছে।

Vivo T3 Ultra ফোনটির সামনের অংশে পাতলা কাঠামো সহ 3D বক্র ডিসপ্লে আছে এবং উপরের মধ্যের অংশে একটি পাঞ্চগর্ত করা আছে। ফোনটির ডান দিকের পাশে শব্দ বাড়ানো, কমানো এবং পাওয়ার বোতাম আছে। ছবিতে দেখা যাচ্ছে যে, ফোনটি রঙ সবুজ।

Vivo T3 Ultra বৈশিষ্ট্য:

স্মার্টফোনটি MediaTek Dimensity 9200+ SoC প্রসেসর দ্বারা চালিত হবে।এটির মধ্যে 12GB পর্যন্ত RAM এবং অতিরিক্ত 12GB ফোর যুক্ত করা যাবে। বলা হয়েছে যে,এটি AnTuTu বেঞ্চমার্ক পরীক্ষায় 1600K+ স্কোর করেছে।
স্মার্টফোনটি 120Hz রিফ্রেসরেট সহ একটি 6.78-ইঞ্চি 1.5K AMOLED 3D বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত হবে। এটি সর্বোচ্চ 4,500নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে এবং HDR10+এর সমর্থন থাকবে। দাবি করা হয়েছে যে এটি বিভাগের সবচেয়ে দ্রুততম 3D বক্রস্ক্রীন হতে চলেছে ।

কোম্পানীর নিশ্চিত করেছে যে, হ্যান্ডসেটটিতে 80W ফ্ল্যাশ চার্জিং সহ একটি 5,500 mAh ব্যাটারী থাকবে। স্থূলতার ক্ষেত্রে এটির পরিমাপ 7.58 মিমি, কোম্পানীর মতে, 5,500 mAh ব্যাটারীর যুক্ত এটি সবচেয়ে পাতলা বক্র ডিসপ্লে যুক্ত স্মার্টফোন। ফোনটিকে ধূলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 রেটিং নির্মাণ করা হয়েছে। মাইক্রোসাইটটি যুক্ত করেছে, Sony দ্বারা নির্মিত রিয়ার ক্যামেরা যুক্ত ফোনটি আগামী সেপ্টেম্বর মাসের 9 তারিখ উন্মোচন হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.