মাত্র 9,499 টাকায় কিনুন Vivo-র নতুন 5G ফোন, এমন সস্তায় এত ফিচার্স পাবেন না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 জুলাই 2025 11:10 IST
হাইলাইট
  • Vivo T4 Lite 5G ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে
  • এটি AI ফটো এনহ্যান্স এবং AI ইরেজ ফিচার্স অফার করে
  • Vivo T4 Lite 5G-তে IP64-রেটেড ডাস্ট ও স্প্যাশ রেজিট্যান্স বিল্ড আছে

Vivo T4 Lite 5G প্রিজম ব্লু এবং টাইটানিয়াম গোল্ড রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: Vivo

Vivo T4 Lite 5G জুনের শেষে ভারতে লঞ্চ হয়েছিল। 10,000 টাকারও কম দামের এই বাজেট স্মার্টফোনটি এখন সবাই কিনতে পারবে। আজ থেকে বিক্রি শুরু হয়েছে। এটি 8 জিবি পর্যন্ত RAM ও সর্বাধিক 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি IP64 ডাস্ট ও স্প্ল্যাশ-রেজিট্যান্স রেটিং অফার করে। Vivo T4 Lite 5G মডেলে SGS 5-স্টার অ্যান্টি-ফল প্রোটেকশন ও MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন রয়েছে।

ভারতে Vivo T4 Lite 5G এর দাম

ভারতে Vivo T4 Lite 5G এর দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা ব্যবহারকারীদের 4GB RAM + 128GB জিবি স্টোরেজ দেয়। এদিকে, 6GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজ ভার্সন কিনতে যথাক্রমে 10,999 টাকা এবং 12,999 টাকা খরচ হবে। এটি Flipkart, Vivo India ই-স্টোর ও নির্বাচিত অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে।

SBI, HDFC, এবং Axis Bank-এর ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকছে, যার ফলে 4GB, 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট যথাক্রমে 9,499 টাকা, 10,499 টাকা এবং 12,499 টাকায় কেনা যাবে। ফোনটি প্রিজম ব্লু ও টাইটেনিয়াম গোল্ড কালার অপশনে বেছে নিতে পারবেন।

Vivo T4 Lite 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Vivo T4 Lite 5G-তে 6.74 ইঞ্চি HD+ (720x1,600 পিক্সেল) LCD স্ক্রিন রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট  এবং 1,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। এটি TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফায়েড। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত এই ফোনে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং সর্বাধিক 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ মিলবে। সফটওয়্যারের দিক থেকে, ফোনটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, ভিভো টি4 লাইট 5G-এর পিছনের প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য স্মার্টফোনটির সামনের দিকে 5 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত বৈশিষ্ট্য যেমন AI ফটো এনহ্যান্স এবং AI ইরেজ অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo T4 Lite 5G-তে 6,000mAh ব্যাটারি আছে যা 15W চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এতে IP64 রেটেড ডাস্ট এবং স্প্ল্যাশ-রেজিস্ট্যান্ট বিল্ড রয়েছে। SGS 5-স্টার অ্যান্টি-ফল প্রোটেকশন এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড শক-রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ডিউরাবিলিটি নিশ্চিত করে। ফোনটির ওজন 202 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অবিশ্বাস্য ফিচার সহ আসছে iQOO Neo 11, থাকবে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  2. Flipkart Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হচ্ছে দিওয়ালি সেল, মিলবে বিরাট ছাড়, এখনই উইশলিস্ট করুন
  3. BSNL আনল বিশেষ সুবিধা, এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই ফ্রি-তে কল করা যাবে!
  4. Lava Bold N1 Lite: মাত্র 5,698 টাকায় বাজারে ঝড় তুলতে হাজির দুর্দান্ত ভারতীয় স্মার্টফোন
  5. Amazon-এর নতুন ফিচারে বদলে গেল অনলাইন শপিং, চিন্তামুক্ত হবে ক্রেতারা
  6. চার্জ ছাড়াই চলবে তিন দিন, 7,000mAh ব্যাটারি সহ ভারতে আসছে Moto G06 Power
  7. BSNL eSIM: 4G চালুর পর নতুন পরিষেবা নিয়ে হাজির BSNL, এবার সিম ছাড়াই কলিং এবং ইন্টারনেট
  8. ক্যামেরায় দুর্দান্ত, পারফরম্যান্স অদ্বিতীয়, OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  9. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  10. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.