10,000 টাকার নিচে 6,000mAh ব্যাটারির প্রথম 5G ফোন আনছে Vivo, জুনেই লঞ্চ

Vivo T4 Lite 5G জুনেই 6,000mAh ব্যাটারি, 1000 nits ডিসপ্লে, MediaTek Dimensity 6300 চিপসেটের সাথে লঞ্চ হবে

10,000 টাকার নিচে 6,000mAh ব্যাটারির প্রথম 5G ফোন আনছে Vivo, জুনেই লঞ্চ

Photo Credit: Vivo

Vivo T4 Lite 5G জুনে 6,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হবে

হাইলাইট
  • Vivo T4 Lite 5G জুনের শেষে ভারতে আসবে
  • এই স্মার্টফোনে 6,000mah ব্যাটারি ও স্লিম ডিজাইন থাকবে
  • এটি দেশজুড়ে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে
বিজ্ঞাপন

Vivo T4 Lite 5G ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা না করলেও,   সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির বেশ কিছু বিশেষত্ব প্রকাশ করেছে। এটি তার সেগমেন্টে সবথেকে বড় ব্যাটারির সাথে আসবে বলে নিশ্চিত করেছে ভিভো। ব্যাটারির ক্যাপাসিটি হবে 6,000mAh৷ আবার Vivo T4 Lite 5G কোম্পানির সবচেয়ে সস্তা 5G  মোবাইল হবে বলে জানানো হয়েছে। এর ডিসপ্লেও সেগমেন্টের অন্যান্য হ্যান্ডসেটকে পিছনে ফেলে সবচেয়ে উজ্জ্বল হতে চলেছে। এই স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে। Vivo T4 Lite 5G গত বছরের Vivo T3 Lite 5G এর উত্তরসূরী হিসাবে আসছে।

Vivo ভারতের বাজারে খুব তাড়াতাড়িই T4 Lite 5G লঞ্চের ইঙ্গিত করছে। এতে 6,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করা হয়েছে। এটি 10,000 টাকার মধ্যে 6,000mAh ব্যাটারি যুক্ত প্রথম স্মার্টফোন হবে বলে দাবি করা হয়েছে। এটি ভিভোর ইতিহাসে সবচেয়ে সস্তা 5G মোবাইল হতে চলেছে। ডিভাইসটি গত বছরের Vivo T3 Lite 5G এর তুলনায় একটি দুর্দান্ত আপগ্রেড হবে, যার মধ্যে 5,000mAh ব্যাটারি ছিল।

Vivo T4 Lite 5G তার সেগমেন্টে প্রথম মডেল যেখানে 1000 নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে। এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-সমর্থিত ফিচার্সও রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। নতুন এই স্মার্টফোনটি Flipkart-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। ভিভো তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্টে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি করেছে।

Vivo T4 Lite 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো টি4 লাইট 5G জুনের শেষে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এতে Dimensity 6300 চিপসেট থাকবে ও স্লিম ডিজাইন দেখা যাবে। এটি আসন্ন iQOO Z10 Lite এর মতোই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই মডেলটি জুন 18 লঞ্চ হওয়ার কথা রয়েছে। iQOO ফোনটিতে IP64 রেটেড ফ্রেম, MediaTek Dimensity 6300 চিপসেট এবং 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর-সহ ডুয়াল ক্যামেরা রয়েছে। সর্বোচ্চ 8GB RAM এবং 256GB স্টোরেজ উপলব্ধ হবে।

উল্লেখ্য, Vivo T4 সিরিজের লেটেস্ট মডেল, Vivo T4 Ultra গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটির বেস 8 জিবি + 256 জিবি স্টোরেজের দাম 37,999 টাকা। স্ট্যান্ডার্ড Vivo T4 5G মডেলটির 8GB RAM + 128GB স্টোরেজের দাম 21,999 টাকা। এই সিরিজের তৃতীয় মডেল Vivo T4x 5G এর 6GB + 128GB স্টোরেজের মূল্য 13,999 টাকা। আর চতুর্থ মডেল তথা Vivo T4 Lite 5G লঞ্চ হবে 10,000 টাকার মধ্যে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  2. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  3. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  4. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
  5. পুজোর ছবি-ভিডিওতে ফোনে জায়গা শেষ? 2TB স্টোরেজ মাত্র 11 টাকায় দিচ্ছে Google
  6. Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!
  7. Motorola Razr 60-এর দাম 10,000 টাকা কমল, সবচেয়ে সস্তায় স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন
  8. iPad Pro M5: অতুলনীয় স্পিড ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে সর্বাধুনিক আইপ্যাড লঞ্চ করল Apple
  9. Oppo-র প্রথম 200MP ক্যামেরার ফোন শীঘ্রই ভারতে আসছে, লঞ্চ ডেট ও দাম ফাঁস হল
  10. দিওয়ালি সেলে 80,000 টাকার অবিশ্বাস্য ছাড়ে বিক্রি হচ্ছে Google-এর স্মার্টফোন!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »