Vivo T4 Pro ভারতে 6,500mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা সহ লঞ্চ হল, SBI কার্ডে 3,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 অগাস্ট 2025 14:00 IST
হাইলাইট
  • Vivo T4 Pro ফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে
  • এটি ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে
  • Vivo T4 Pro টপ-গ্রেড IP68 ও IP69 ওয়াটার রেজিস্ট্যান্স পেয়েছে

Vivo T4 Pro ব্লেজ গোল্ড ও নাইট্রো ব্লু রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: Vivo

Vivo T4 Pro আজ আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে লঞ্চ হল। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনটি বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে এসেছে। ফোনটির অন্যতম আকর্ষণ হল, 3X পেরিস্কোপ জুম সহ 50 মেগাপিক্সেল Sony টেলিফটো ক্যামেরা। ফোনটিতে কোয়াড কার্ভড ডিসপ্লে আছে৷ 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং ব্যবহারকারীদের চার্জ নিয়ে দুশ্চিন্তা কমাবে। Vivo T4 Pro এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে প্রিমিয়াম ট্রিপল ক্যামেরা সিস্টেম, টপ-গ্রেড IP68 ও IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, প্রোডাক্টিভিটি এবং ইমেজিং নির্ভর AI টুলস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইত্যাদি।

Vivo T4 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo T4 Pro এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1,080x2,392 পিক্সেল) রেজোলিউশন, 1,500 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। এই ফোনে Google Gemini অ্যাপ ইনস্টল করা আছে। এটি জেমিনি লাইভ এবং অন্যান্য AI ফিচার্স সাপোর্ট করে। এতে এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, ও এআই স্প্যাম কল প্রোটেকশনের মতো বৈশিষ্ট্য উপস্থিত।

ছবি ও ভিডিও তোলার জন্য, ভিভো টি4 প্রো এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সর (f/1.79), 3x জুম সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং একটি 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা (f/2.4) আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান।

ভিভোর নতুন ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 12 জিবি LPDDR4x RAM ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজ যুক্ত। এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে চলে। হ্যান্ডসেটটি 4 বছরের জন্য Android OS আপগ্রেড ও 6 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।

Vivo T4 Pro এর 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে IP68 ও IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। ফোন থেকে দ্রুত তাপ অপসারণ করতে 16,470 বর্গ মিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রেখেছে ভিভো। ফোনটি 7.53 মিমি স্লিম এবং ওজন 192 গ্রাম।

ভারতে Vivo T4 Pro এর দাম

ভারতে Vivo V60 এর দাম 27,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা ও 31,999 টাকা। ফোনটি ব্লেজ গোল্ড ও নাইট্রো ব্লু রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি আগস্ট 29 থেকে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ই-কমার্স সাইট এবং নির্বাচিত অফলাইন খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি হবে।

ভিভো জানিয়েছে, ক্রেতারা এইচডিএফসি, অ্যাক্সিস, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়াও, 3,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনের সুবিধা থাকছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 79,999 টাকার Nothing Phone 3 মিলবে 34,999 টাকায়, Flipkart Big Billion Days সেলে অবিশ্বাস্য অফার
  2. Vivo Y31 সিরিজ 15,000 টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে সঙ্গে লঞ্চ হল
  3. Oppo F31 5G সিরিজের তিনটি দুর্দান্ত ফোন লঞ্চ হল, 7,000mAh ব্যাটারি সহ প্রচুর ফিচার্স রয়েছে
  4. WhatsApp দারুণ সুবিধা আনল, রিপ্লাই খুঁজতে সময় নষ্ট করে চ্যাট ঘাঁটার দিন শেষ
  5. Realme P3 Lite 5G লঞ্চ হল 10,499 টাকায়, 6,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা রয়েছে
  6. সস্তায় 7,040mAh ব্যাটারি, 11 ইঞ্চি স্ক্রিন, ডলবি সাউন্ডের ট্যাব লঞ্চ করল Motorola
  7. গল্প নয় সত্যি! Flipkart-এর সেলে 39,999 টাকায় বিক্রি হবে iPhone 14, এমন সুযোগ একবারই
  8. ভারতে এল Samsung-এর সবচেয়ে সস্তা প্রিমিয়াম ট্যাবলেট Galaxy Tab S10 Lite
  9. বাজেটে প্রিমিয়াম ফোন চাই? পুজোর আগে Samsung Galaxy S24 Ultra অর্ধেকেরও কম দামে মিলতে পারে
  10. উন্নত প্রযুক্তি ও দুর্ধর্ষ ক্যামেরায় ঝড় তুলবে Vivo X300 সিরিজ, ফাঁস লঞ্চের তারিখ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.