Vivo T4 Pro 5G কোয়ালকমের Snapdragon 7 Gen 4 চিপসেট দ্বারা চালিত হবে।
Photo Credit: Vivo
Vivo T4 Pro 5G ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত
আগস্টে Vivo T4 সিরিজে আরও একটি নয়া মডেলের আগমন ঘটছে ভারতে, যার নাম Vivo T4 Pro 5G। এটি নিয়ে Vivo T4 লাইনআপে স্মার্টফোনের সংখ্যা দাঁড়াবে ছয়ে। সংস্থাটি ইতিমধ্যেই এ দেশে T4x 5G, T4 5G, T4 Ultra 5G, T4 Lite 5G, ও T4R 5G লঞ্চ করেছে। Vivo T4 Pro 5G মডেলটি আগস্ট 26 রিলিজ হওয়ার ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগেই ফোনটির ডিজাইন থেকে শুরু করে বেশ কিছু স্পেসিফিকেশন, এবং দাম প্রকাশ করা হয়েছে। হ্যান্ডসেটটির মুখ্য আকর্ষণ হতে চলেছে দুর্দান্ত কোয়াড-কার্ভড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 7.53 মিমি স্লিম প্রোফাইল, এবং শক্তিশালী 6,500mAh ব্যাটারি।
Vivo T4 Pro 5G এর জন্য ফ্লিপকার্টে এক মাইক্রোসাইট লাইভ করা হয়েছে যা ই-কমার্স প্ল্যাটফর্মটিতে ফোনটির বিক্রি নিশ্চিত করেছে। প্রচারমূলক পোস্টারে নীল এবং সোনালী রঙে দেখানো হয়েছে হ্যান্ডসেটটিকে। এতে সম্প্রতি লঞ্চ হওয়া Vivo V60-এর মতো ডিজাইন রাখা হয়েছে। ভিভোর প্রকাশ করা তথ্য অনুযায়ী, ফোনটির সামনের দিকে কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 7.53 মিমি পুরু হবে৷ ব্যাক প্যানেলে উল্লম্বভাবে সারিবদ্ধ পিল-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে দুটি সেন্সর অবস্থিত। তৃতীয় সেন্সরটি Aura Light রিং এর উপরে রয়েছে।
ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বলতে গেলে, ভিভো টি4 প্রো 5G-তে 50MP Sony IMX882 টেলিফটো লেন্স থাকবে যা 3X অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এতে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-পরিচালিত ফটোগ্রাফি এবং প্রোডাকশন টুল থাকবে যা দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলবে।
Vivo T4 Pro 5G কোয়ালকমের Snapdragon 7 Gen 4 প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেট AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়ন+ (10 লক্ষ) স্কোর করেছে। এতে 6,500mAh ক্ষমতার ব্যাটারি থাকবে। দুৃই ক্ষেত্রেই পূর্বসূরী Vivo T3 Pro 5G থেকে বড় আপগ্রেড চিহ্নিত করছে। উল্লেখ্য, Vivo T3 Pro মডেলটি গত বছর আগস্টের 26 তারিখে Snapdragon 7 Gen 3 প্রসেসর ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 5,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছিল।
ভারতে Vivo T4 Pro 5G মডেলকে প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য 25,000 থেকে 30,000 টাকার মধ্যে দাম রাখা হবে। এমনটাই জানিয়েছে কোম্পানি। তুলনাস্বরূপ, Vivo T3 Pro এর দাম 24,999 টাকা থেকে শুরু হয়েছিল যা 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। আর একই পরিমাণ র্যাম কিন্তু 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 26,999 টাকায় বাজারে আনা হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন