Vivo T4 Pro চার বছর Android OS আপগ্রেড ও ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।
Photo Credit: Vivo
Vivo T4 Pro ব্লেজ গোল্ড ও নাইট্রো ব্লু রঙে পাওয়া যাচ্ছে
Vivo T4 Pro আজ আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে লঞ্চ হল। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনটি বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে এসেছে। ফোনটির অন্যতম আকর্ষণ হল, 3X পেরিস্কোপ জুম সহ 50 মেগাপিক্সেল Sony টেলিফটো ক্যামেরা। ফোনটিতে কোয়াড কার্ভড ডিসপ্লে আছে৷ 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং ব্যবহারকারীদের চার্জ নিয়ে দুশ্চিন্তা কমাবে। Vivo T4 Pro এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে প্রিমিয়াম ট্রিপল ক্যামেরা সিস্টেম, টপ-গ্রেড IP68 ও IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, প্রোডাক্টিভিটি এবং ইমেজিং নির্ভর AI টুলস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইত্যাদি।
Vivo T4 Pro এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1,080x2,392 পিক্সেল) রেজোলিউশন, 1,500 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। এই ফোনে Google Gemini অ্যাপ ইনস্টল করা আছে। এটি জেমিনি লাইভ এবং অন্যান্য AI ফিচার্স সাপোর্ট করে। এতে এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, ও এআই স্প্যাম কল প্রোটেকশনের মতো বৈশিষ্ট্য উপস্থিত।
ছবি ও ভিডিও তোলার জন্য, ভিভো টি4 প্রো এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সর (f/1.79), 3x জুম সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং একটি 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা (f/2.4) আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান।
ভিভোর নতুন ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 12 জিবি LPDDR4x RAM ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজ যুক্ত। এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে চলে। হ্যান্ডসেটটি 4 বছরের জন্য Android OS আপগ্রেড ও 6 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।
Vivo T4 Pro এর 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে IP68 ও IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। ফোন থেকে দ্রুত তাপ অপসারণ করতে 16,470 বর্গ মিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রেখেছে ভিভো। ফোনটি 7.53 মিমি স্লিম এবং ওজন 192 গ্রাম।
ভারতে Vivo V60 এর দাম 27,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা ও 31,999 টাকা। ফোনটি ব্লেজ গোল্ড ও নাইট্রো ব্লু রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি আগস্ট 29 থেকে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ই-কমার্স সাইট এবং নির্বাচিত অফলাইন খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি হবে।
ভিভো জানিয়েছে, ক্রেতারা এইচডিএফসি, অ্যাক্সিস, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়াও, 3,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনের সুবিধা থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন