বিগত কয়েক সপ্তাহ ধরেই সংবাদের শিরোনামে রয়েছে Vivo V19 সিরিজ। চলতি মাসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল মার্চে লঞ্চ হবে Vivo V19 ও Vivo V19 Pro। লঞ্চের আগে এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। যদিও এই বিষয়ে এখনও উচ্চবাচ্য করেনি চিনের কোম্পানিটি। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে মার্চের প্রথম সপ্তাহেই লঞ্চ হতে পারে Vivo V19 Pro। ফেব্রুয়ারির মাঝামাঝি এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে।
3 মার্চ ভারতে লঞ্চ হতে পারে Vivo V19 Pro। সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Vivo V19, Vivo V19 Pro -তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। এই ফোনে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া Poco X2 তে একই ডিজাইন দেখা গিয়েছিল। গত বছর Samsung Galaxy S10+ এ প্রথম ডুয়াল হোল পাঞ্চ ডিসপ্লে ডিজাইন দেখা যায়।
ফোল্ডেবল ফোনের দুনিয়ায় বিপ্লব! এসে গেল Samsung Galaxy Z Flip
ফেব্রুয়ারিতে Vivo V19 সিরিজের প্রি-বুকিং শুরু হতে পারে। 20,000 টাকা থেকে 30,000 টাকা দামে এই দুই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। অনলাইন ও অফলাইন স্টোর থেকেই এই দুই ফোন বিক্রি হতে পারে।
অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Vivo V19-এর আগেই Vivo V19 Pro বিক্রি শুরু হবে। Vivo V15 ও Vivo V17 সিরিজের সময়েও একই কৌশল নিয়েছিল কোম্পানিটি। যদিও Vivo V17 সিরিজের ফোনে কী ফিচার থাকবে সেই বিষয়ে কোন তথ্য সামনে আসেনি।
এই বিষয়ে Vivo কে প্রশ্ন করলে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে চিনের কোম্পানিটি।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। এর পর মার্চে বাজারে আসে Vivo V15। এর ছয় মাস পর ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Vivo V17 Pro। পরে ডিসেম্বরে বাজারে এসেছিল Vivo V17।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন