Samsung Galaxy Z Flip -এর দাম 1,380 মার্কিন ডলার (প্রায় 98,400 টাকা)। 14 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে।
Samsung Galaxy Z Flip -এর দাম 1,380 মার্কিন ডলার (প্রায় 98,400 টাকা)।
কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এল Samsung। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ Galaxy S20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোনের সঙ্গেই মঙ্গলবার লঞ্চ হয়েছে Samsung Galaxy Z Flip। Galaxy Z Flip -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে অর্ধেক ভাঁজ করে ডিসপ্লের উপরে ও নীচে একই সঙ্গে দুটি আলাদা অ্যাপ ব্যবহার করা যাবে। Google -এর সঙ্গে হাত মিলিয়ে এই ‘Flex mode' নিয়ে এসেছে Samsung।
Samsung Galaxy Z Flip -এর দাম 1,380 মার্কিন ডলার (প্রায় 98,400 টাকা)। 14 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে। আপাতত কালো ও বেগুনী রঙে এই ফোন পাওয়া যাবে।
চোখ ধাঁধানো ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা এসে গেল Samsung Galaxy S20 সিরিজ
ডুয়াল সিম Samsung Galaxy Z Flip -এ একটি ই-সিম ও একটি ন্যানো সিম থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। Galaxy Z Flip -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি Dynamic AMOLED ফোল্ডেবল ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি 7nm চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
Galaxy Z Flip -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, NFC, MST, ও GPS (A-GPS)। ভাঁজ করা থাকলে এই ফোনের আয়তন 87.4x73.6x17.33 মিমি। ভাঁজ খুললে এই ফোনের আয়তন 167.3x73.6x7.2 মিমি। ফোনের ভিতরে রয়েছে 3,300 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 183 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film
Saali Mohabbat OTT Release: Know When and Where to Watch the Radhika Apte-Starrer