Vivo X Fold 5 বিশ্বের অন্যতম পাতলা ফোল্ডেবল ফোন
Photo Credit: Vivo
Vivo X Fold 5 ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ফোল্ডেবল ফোনটির লঞ্চের দিনক্ষন এখনও গোপন রাখা হলেও, ব্র্যান্ডটি ভারতীয় ভেরিয়েন্টের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং রঙের বিকল্প প্রকাশ করেছে। ভাঁজ হওয়া এই স্মার্টফোন একটিই কালার অপশনে পাওয়া যাবে। এতে 80W ওয়্যার্ড (তারযুক্ত) এবং 40W তারবিহীন (ওয়্যারলেস) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি থাকবে। ফোল্ডেবল ফোনটি Qualcomm-এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। উল্লেখ্য, Vivo X Fold 5 গত সপ্তাহে চীনে লঞ্চ করা হয়েছিল। এটি বাজারের অন্যতম পাতলা ফোল্ডেবল হ্যান্ডসেটের পরিচিতি পেয়েছে।
চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের নিউজরুম পোস্টে ঘোষণা করেছে যে, Vivo X Fold 5 তাড়াতাড়িই ভারতে টাইটানিয়াম গ্রে কালার অপশনে লঞ্চ হবে। জানিয়ে রাখি, ফোনটির চীনা ভেরিয়েন্ট তিনটি রঙে উপলব্ধ — বাইবাই (সবুজ), কুইংসং (সাদা) এবং টাইটানিয়াম (কালো)।
Vivo X Fold 5 ভাঁজ করা অবস্থায় 9.2 মিমি পুরু এবং খোলার সময় 4.3 মিমি। ফোনটির ওজন 217 গ্রাম। অরিজিনাল চাইনিজ মডেলের মতো, ভারতীয় ভার্সনে 6,000mAh ব্যাটারি থাকবে। এটি 80W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ব্যাটারিটি একবার চার্জে 80.6 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম সরবরাহ করবে বলে দাবি করা হয়েছে।
ফোনটিতে Zeiss-ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এবং 3x অপটিক্যাল জুম এবং 100x হাইপারজুম সহ একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা বর্তমান। Vivo X Fold 5 এর ডিসপ্লে 4,500 নিট ব্রাইটনেস প্রদান করবে বলে জানা গিয়েছে।
ফোনটিতে AI ইমেজ এক্সপ্যান্ডার, AI ম্যাজিক মুভ, AI ইরেজ এবং AI রিফ্লেকশন ইরেজ সহ বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। কোয়ালকমের পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ভিভো এক্স ফোল্ড 5 মডেলটিকে মাল্টিটাস্কিং কিং করে তুলেছে। এতে ওয়ার্কবেঞ্চ ফিচার থাকবে যা একসাথে পাঁচটি কাজ চালানোর সুবিধা দেবে বলে জানা গিয়েছে।
ফোনটিতে দ্রুত প্রয়োজনীয় ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি শর্টকাট বাটনও থাকবে। ভিভো জানিয়েছে, ফোনটির কাইনেম্যাটিক হিঞ্জ 6,00,000 ভাঁজ পর্যন্ত সহ্য করতে পারবে। Vivo X Fold 5 ভারতে Flipkart এর মাধ্যমে বিক্রি হবে। এটি ডাস্ট রেজিট্যান্সের জন্য IP5X-রেটেড বিল্ড এবং জল প্রতিরোধের জন্য IPX8+IPX9 রেটিং পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ভিভোর এই নতুন ফোল্ডেবল ফোন দেশের মোবাইলের বাজারে সাড়া ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.