Photo Credit: Vivo
Vivo X Fold 5 এবং Vivo X200 FE ভারতে ফ্লিপকার্টে পাওয়া যাবে
Vivo X Fold 5 ও Vivo X200 FE ভারতে জুলাই 14 লঞ্চ হতে চলেছে। দুটো ফোনই ফ্ল্যাগশিপ এবং জুনে যথাক্রমে চীন ও তাইওয়ানে মুক্তি পেয়েছে। উভয় স্মার্টফোনেই তাদের ডিজাইন ও ফিচার্সের জন্য প্রশংসিত হয়েছে। ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে Zeiss-টিউনড রিয়ার ক্যামেরা সিস্টেম থাকার কথা নিশ্চিত করা হয়েছে। Vivo X Fold 5 এবং X200 FE যথাক্রমে 6,000mAh এবং 6,500mAh ব্যাটারির সাথে আসবে। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ও Flipkart এর মাধ্যমে কিনতে পাওয়া যাবে। অফিসিয়াল লঞ্চের পূর্বে, এখন ভারতে ফোনগুলির দাম ফাঁস হয়ে গিয়েছে।
টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) ভারতে আসন্ন ভিভো ফোনগুলির সম্ভাব্য দাম ফাঁস করেছেন। তাঁর দাবি, Vivo X200 FE এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে 54,999 টাকা হতে পারে, যেখানে উচ্চতর 16GB RAM +512GB স্টোরেজ কনফিগারেশনের দাম 59,999 টাকা। অন্যদিকে, Vivo X Fold 5 শুধু 16GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। টিপস্টারের মতে, ভারতে ফোল্ডেবল ফোনটির দাম 1,49,999 টাকা হতে পারে।
উল্লেখ্য, Vivo X Fold 5 এবং Vivo X200 FE ভারতে জুলাই 14 দুপুর 12 টায় লঞ্চ হবে। ফোনগুলি ভিভোর ওয়েবসাইট ও ফ্লিপকার্টের মাধ্যমে দেশে পাওয়া যাবে। ফোল্ডেবল স্মার্টফোনটি টাইটানিয়াম গ্রে রঙে বিক্রি করা হবে এবং এটি সাদা রঙের বিকল্পেও লঞ্চ হতে পারে। অন্যদিকে, Vivo X200 FE মডেলটি অ্যাম্বার ইয়েলো, ফ্রস্ট ব্লু এবং লাক্স গ্রে রঙে পাওয়া যাবে।
Vivo X Fold 5 ভারতে ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রাওয়াইড লেন্স। এই ফোল্ডেবলে 6,000mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
Vivo X Fold 5 ভাঁজ করা অবস্থায় 9.2 মিমি পুরু এবং খোলার সময় 4.3 মিমি। ফোনটির ডিসপ্লে 4,500 নিট ব্রাইটনেস অফার করবে বলে জানা গিয়েছে। AI ইমেজ এক্সপ্যান্ডার, AI ম্যাজিক মুভ, AI ইরেজ এবং AI রিফ্লেকশন ইরেজ সহ বেশ কয়েকটি এআই-নির্ভর ফিচার্স পাওয়া যাবে। এটি Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটির কাইনেম্যাটিক হিঞ্জ 6,00,000 ভাঁজ পর্যন্ত সহ্য করতে পারবে।
Vivo X200 FE এর ভারতীয় সংস্করণে MediaTek Dimensity 9300+ SoC, 90W দ্রুত চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি এবং 6.31-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি 7.99 মিমি পাতলা এবং ওজন প্রায় 186 গ্রাম। হ্যান্ডসেটটি IP68+IP69 ধুলো এবং জল প্রতিরোধের রেটিং পূরণ করবে বলে দাবি করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন