Vivo X Fold 5 ফোল্ডেবল স্মার্টফোনে 6,000mAh সিলিকন অ্যানোড ব্যাটারি আছে।
Photo Credit: Vivo
Vivo X Fold 5 এর অন্যতম হাইলাইট হল ক্যামেরা
Vivo X Fold 5 এখন ভারতে কেনার জন্য উপলব্ধ। লঞ্চের দু'সপ্তাহের বেশি কেটে যাওয়ার পর এই দুর্ধর্ষ ফোল্ডেবল ফোনটির বিক্রি শুরু হয়েছে। ডিভাইসটি বইয়ের মতো মাঝখান থেকে ভাঁজ করা যায়। Samsung Galaxy Z Fold 7-কে টেক্কা দিতেই নতুন ভাঁজযোগ্য স্মার্টফোনটি নিয়ে এসেছে চাইনিজ ব্র্যান্ডটি। এতে Vivo এলং Zeiss-এর যৌথভাবে তৈরি ক্যামেরা রয়েছে। এটি ছবির সূক্ষ্মতম বিবরণ তুলে ধরে প্রতিটি মুহূর্তকে একটি মাস্টারপিসে পরিণত করে বলে দাবি করা হয়েছে। Vivo X Fold 5 মডেলে সিলিকন অ্যানোড প্রযুক্তির 6,000mAh ব্যাটারি আছে। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Vivo X Fold 5 ভারতে 1,49,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 16 জিবি + 512 জিবি স্টোরজ কনফিগারেশনে উপলব্ধ। স্মার্টফোনটি টাইটানিয়াম গ্রে রঙে অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট, ও অন্যান্য রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। SBI, HDFC, IDFC First, DBS, HSBC ও Yes Bank সহ নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। EMI মাসে 6,260 টাকা থেকে শুরু হচ্ছে। 24 মাসের নো-কস্ট EMI অপশনও রয়েছে। ক্রেতাদের জন্য 10 শতাংশ পর্যন্ত আপগ্রেড এক্সচেঞ্জ বোনাস ও 1 বছরের বিনামূল্যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিচ্ছে ভিভো।
Vivo X Fold 5 এর অভ্যন্তরে 8.03 ইঞ্চি ফোল্ডেবল এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ও বাইরে 6.53 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড কভার ডিসপ্লে আছে।উভয়ই ডলবি ভিশন, HDR10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং TÜV Rheinland গ্লোবাল আই প্রোটেকশন অফার করে।ভাঁজ থাকা অবস্থায়, ফোনটি 9.2 মিমি পুরু এবং খুললে 4.3 মিমি। ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এটি Android 15-নির্ভর FuntouchOS 15 কাস্টম স্কিনে রান করে।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য ভিভো এক্স ফোল্ড 5 এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 3x পর্যন্ত অপটিক্যাল জুম, 100x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ভিতরের এবং বাইরের স্ক্রিনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত।
এছাড়া, ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IPX8+IPX9 ওয়াটার রেজিট্যান্স, Zeiss মাল্টিফোকাল পোট্রেট, ডুয়াল ডিসপ্লে প্রিভিউ, AI ইমেজ স্টুডিয়ো, কার্বন ফাইবারের সাপোর্ট হিঞ্জ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সিকিউরিটি চিপ, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন