Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন হতে পারে, লঞ্চ কবে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 নভেম্বর 2025 10:59 IST
হাইলাইট
  • Vivo X300 Ultra প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন হতে পারে
  • এই স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে
  • Vivo X200 Ultra চলতি বছর এপ্রিলে চীনে লঞ্চ হয়েছিল

Vivo X300 Ultra might be a major upgrade over X200 Ultra (pictured)

Photo Credit: Vivo

Vivo X300 Ultra নিয়ে বিশাল আপডেট। Vivo X300 এবং X300 Pro ডিসেম্বর 2 ভারতে লঞ্চ হচ্ছে। Vivo X300 সিরিজ চীন ও গ্লোবাল মার্কেটে গত মাসে রিলিজ হয়েছে। ফলে ফোন দু'টির বিশেষত্ব আর গোপন নেই। এই কারণে বর্তমানে ক্রেতাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এবার সেই উন্মাদনা দ্বিগুণ করার মতো খবর সামনে এসেছে। Vivo X300 Ultra ঠিক কবে বাজারে আসবে, তা ফাঁস হয়েছে। ভিভোর এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ ফোনে দু'টি 200 মেগাপিক্সেল ক্যামেরার সৌজন্যে সাড়া ফেলতে পারে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে পারে, যেখানে দু'টো 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হবে। ফোনটি Qualcomm-এর পাওয়ারফুল প্রসেসর দ্বারা পরিচালিত হবে।

Vivo X300 Ultra লঞ্চ হতে পারে 2026 সালের মার্চে

চাইনিজ টেক ব্লগার ওয়েইবো (মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) এর একটি পোস্টে ইঙ্গিত করেছে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ভিভোর একটি ফোন 2026 সালের মার্চে লঞ্চ হতে পারে। ফোনের নাম নির্দিষ্ট করে উল্লেখ না থাকলেও, সেটি Vivo X300 Ultra বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, Vivo X200 Ultra চলতি বছর এপ্রিলে লঞ্চ হয়েছিল। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, পূর্বসূরী ফ্ল্যাগশিপ মডেল বাজারে এক বছর পূর্ণ করার আগেই উত্তরসূরীর আগমন ঘটছে। Vivo X300 সিরিজ Dimensity 9500 প্রসেসরে চলে, কিন্তু Ultra ভার্সনে Qualcomm-এর চিপ থাকতে পারে।

Vivo X300 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো এক্স300 আল্ট্রা ট্রিপল ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। আর সামনের দিকে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকার দাবি করা হয়েছে।

স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর চালিত এই ফোনে 6.8 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া, ফোনটির অন্য কোনও বৈশিষ্ট্য জানা যায়নি। এটি কোম্পানির প্রথম 'Ultra' ব্র্যান্ডেড ফোন হতে পারে যা চীনের বাইরে রিলিজ হবে।

এ দিকে, Vivo X300 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হয়েছে। Vivo X300 এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম ভারতে 75,999 টাকা হতে পারে। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 81,999 টাকা ও 84,999 টাকা হতে পারে। Vivo X300 Pro আসতে পারে 1,09,999 টাকায়। এটি 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে বিক্রি হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G57 Power ভারতে সস্তায় লঞ্চ হল, 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ শক্তিশালী ফিচার্স রয়েছে
  2. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন হতে পারে, লঞ্চ কবে জেনে নিন
  3. 2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে
  4. Moto G57 Power-এর দাম লঞ্চের এক দিন আগেই ফাঁস, খুব সস্তায় 7,000mAh ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা
  5. Realme P4x 5G-এর দাম ও ফিচার্স ফাঁস, 90টি অ্যাপ একসঙ্গে চললেও স্লো হবে না!
  6. Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন
  7. Realme C85 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  8. Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে
  9. 144Hz স্ক্রিন সহ Poco Pad X1 লঞ্চ হচ্ছে নভেম্বরে, ফিচার্স দেখলে চোখ আটকে যাবে
  10. Nothing Phone 4a ধরা পড়ল BIS সাইটে, ধামাকা নিয়ে ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.