Vivo X300 ও Vivo X300 Pro ভারতে ডিসেম্বর 2 লঞ্চ হচ্ছে।
Photo Credit: Vivo
Vivo X300 Series will come with a Zeiss teleconverter kit
Vivo X300 সিরিজ ডিসেম্বর 2 ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হচ্ছে। এই সিরিজের অধীনে Vivo X300 ও X300 Pro আসছে। পূর্বে চীন ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া কারণে ফোনগুলির কোনও বৈশিষ্ট্যই আর অজানা নেই, ফলে প্রত্যাশার পারদ চরমে। Vivo X300 সিরিজ OnePlus 15, Oppo Find X9 সিরিজ, ও আসন্ন iQOO 15-কে টেক্কা দেবে। অফিসিয়াল লঞ্চের আগে, এখন Vivo X300 ও X300 Pro এর দাম ফাঁস হয়েছে। জানিয়ে রাখি, উভয় ফোনে 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এগুলি প্রথম স্মার্টফোন যেখানে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার হয়েছে। Vivo X300 লাইনআপ ভারতে একটি এক্সক্লুসিভ সামিট রেড (লাল) কালার অপশনে বিক্রি হবে।
টেক ব্লগার অভিষেক যাদব তাঁর X হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছেন, Vivo X300 এর দাম ভারতে 75,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ থাকবে। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 81,999 টাকা ও 84,999 টাকা হবে।
অন্য দিকে, Vivo X300 Pro আসতে পারে 1,09,999 টাকায়। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে পাওয়া যাবে। Zeiss 2.35x টেলিকনভার্টার লেন্স কিনতে চাইলে অতিরিক্ত 19,999 টাকা খরচ হবে। এটি দূরের বস্তুকে আরও কাছ থেকে ক্যামেরাবন্দি করতে সাহায্য করবে, ফলে ছবি ঝাপসা আসবে না ও গুণগত মান বজায় থাকবে।
ভিভো এক্স300 প্রো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 3.7x অপটিক্যাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। স্ট্যান্ডার্ড X300 মডেলে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। উভয় ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
Vivo X300 Pro একটি 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, HDR10+, ও Dolby Vision সাপোর্ট করে। বেস মডেলে ঠিক একই বৈশিষ্ট্যের ডিসপ্লে রয়েছে, তবে এর আকার 6.31 ইঞ্চি। উভয় মডেল Android 16-নির্ভর Origin OS 6 কাস্টম সফটওয়্যারে রান করে।
Vivo X300 এবং X300 Pro-এর চাইনিজ ভ্যারিয়েন্টে যথাক্রমে 6,040mAh ও 6,510mAh ব্যাটারি রয়েছে। তবে ইউরোপীয় মডেলে ডাউনগ্রেড করা 5,360mAh ও 5,440mAh ব্যাটারি আছে। এটি 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন