Vivo Y300c কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 9 জুন 2025 20:29 IST
হাইলাইট
  • Vivo Y300c ফোনে 6,500mah ব্যাটারি রয়েছে
  • স্মার্টফোনটি তিনটি আকর্ষণীয় রঙে উপলব্ধ
  • Dimensity 6300 প্রসেসর ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে

Vivo Y300c গ্রিন পাইন, স্নো হোয়াইট এবং স্টার ডায়মন্ড ব্ল্যাক কালারে উপলব্ধ

Photo Credit: Vivo

Vivo Y300c চুপিচুপি লঞ্চ হল। সাম্প্রতিক কালে বাজেট রেঞ্জে নানা স্মার্টফোন বিশ্বের বিভিন্ন দেশে রিলিজ করছে চাইনিজ সংস্থাটি। সেই সেগমেন্টে আসা নতুন মডেলটি Vivo Y সিরিজের একটি নতুন সংস্করণ। এতে  সাশ্রয়ী মূল্যে MediaTek Dimensity 6300 চিপসেট, 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। 120Hz রিফ্রেশ রেট সহ 6.77 ইঞ্চি ডিসপ্লে কনটেন্ট দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। 6,500mAh ব্যাটারি ফুল চার্জে সারাদিন পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। একইসাথে 44W ফাস্ট চার্জিং প্রযুক্তিও রেখেছে ভিভো। ফোনটিতে ভাল ছবি তোলার জন্য 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Vivo Y300c স্পেসিফিকেশন ও ফিচার্স

ডুয়াল-সিম (ন্যানো) যুক্ত Vivo Y300C স্মার্টফোনে 6.77-ইঞ্চি ফুল-এইচডি (1,080x2,392 পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz, পিক ব্রাইটনেস 800 nits, এবং টাচ স্যাম্পলিং রেট 130Hz পর্যন্ত। ডিসপ্লেটি 387ppi পিক্সেল ডেনসিটি ও 94.21 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থন করে। দৈনন্দিন কাজে গতি আনতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 12GB LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS2.2 স্টোরেজ রয়েছে।

Vivo Y300c মডেলে Android 15 নির্ভর OriginOS 5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা বর্তমান, যার মধ্যে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচারের একটি 2 মেগাপিক্সেল ব্লার ক্যামেরা। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য, ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

6,500mAh ব্যাটারি যে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে সে কথা আগেই বলেছি। এছাড়া, ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে Bluetooth 5.4, OTG, Beidou, AGPS, GLONASS, ইউএসবি টাইপ-সি পোর্ট, ই-কম্পাস, জাইরোস্কোপ, গ্র্যাভিটি সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ফেস আনলক উল্লেখযোগ্য।

Vivo Y300c দাম

Vivo Y300c বর্তমানে চীনে লঞ্চ করা হয়েছে। সেখানে বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 1,399 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। অন্যদিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,599 ইউয়ান (প্রায় 19,000 টাকা)। এটি গ্রিন পাইন, স্নো হোয়াইট এবং স্টার ডায়মন্ড ব্ল্যাক কালার স্কিমে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে চীনে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিক্রি হচ্ছে। গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হতে পারে সেই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি কোম্পানি। তবে ফোনটি ভারতেও খুব শীঘ্রই আসবে বলে আশা করা যায়।

 
KEY SPECS
Display 6.77-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G96 5G দেশে 9 জুলাই লঞ্চ হচ্ছে, পাবেন 5,500mAh ব্যাটারি ও Sony OIS ক্যামেরা
  2. রাজ্যবাসীর জন্য সুখবর, Vodafone Idea কলকাতা, শিলিগুড়ি সহ 23টি শহরে আনলিমিটেড 5G চালু করল
  3. Best Gaming Phones Under Rs. 30,000: 30,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন
  4. Sony, Samsung-এর সেন্সর বাদ, ক্যামেরার গুণমান বাড়াতে বিরাট সিদ্ধান্ত নিচ্ছে Xiaomi
  5. Samsung Galaxy M36 5G দারুণ ফিচার্স নিয়ে লঞ্চ হল, 6,500 টাকা ছাড়ে বিক্রি হবে!
  6. Realme 15 5G এবং Realme 15 Pro 5G দুর্ধর্ষ AI ক্যামেরার সাথে শীঘ্রই দেশে লঞ্চ হবে
  7. দাম মাত্র 5,000 টাকা, AI+ স্মার্টফোনের হাত ধরে দেশের বাজারে বিপ্লব ঘটাবে রিয়েলমির প্রাক্তন CEO-র সংস্থা
  8. Infinix Hot 60i সস্তায় সুন্দর ফিচার্সের সাথে হাজির, পাবেন 50MP ক্যামেরা ও 256 জিবি স্টোরেজ
  9. Xiaomi লঞ্চ করল 10,610mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার ট্যাব, সাথে আরও কিছু গ্যাজেট
  10. ফ্ল্যাশ সেলের ঘোষণা করল BSNL, বিনামূল্যে মিলবে ডেটা, ব্রডব্যান্ডেও থাকতে পারে ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.