আবার নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Vivo Y93। এবার সেই ফোনের আপগ্রেডেট ভার্সান লঞ্চ করল চিনের কোম্পানিটি। নতুন এই ফোনের নাম Vivo Y95। Vivo Y95 তে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। এর সাথেই থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। আপাতত শুধুমাত্র ফিলিপিন্সে এই স্মার্টফোন পাওয়া যাবে। এই ফোন দেখতে অনেকটা Vivo V11 ফোনের মতো। ফিলিপিন্সে Vivo Y95 এর দাম 13,999 PHP (প্রায় 19,100 টাকা)।
Vivo Y95 স্পেসিফিকেশান
ডুয়াল সিম Vivo Y95 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y95 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y95 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y95 তে রয়েছে একটি 20MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y95 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y95 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন