সোমবার আরও 1,000 টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোন। এবার 13,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y95। এই প্রতিবেদন লেখার সময় Amazon, Flipkart ও Paytm এ 14,990 টাকায় Vivo Y95 বিক্রি হতে দেখা গিয়েছে।
13,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y95
ভারতে সস্তা হল Vivo Y95। সোমবার Gadgets 360 কে এই খবর জানিয়েছে চিনের কোম্পানিটি। গত বছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল Vivo Y95। এই নিয়ে তৃতীয়বার সস্তা হল এই স্মার্টফোন। Vivo Y95 তে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। এর সাথেই থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা।
নভেম্বর মাসে লঞ্চের সময় Vivo Y95 ফোনের দাম ছিল 16,990 টাকা। মার্চ মাসে প্রথম দাম কমে 15,990 টাকায় পাওয়া যাচ্ছিল এই স্মার্টফোন। এপ্রিলে আবার সস্তা হয়ে 14,990 টাকায় বিক্রি শুরু হয়েছিল Y95।
সোমবার আরও 1,000 টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোন। এবার 13,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y95। এই প্রতিবেদন লেখার সময় Amazon, Flipkart ও Paytm এ 14,990 টাকায় Vivo Y95 বিক্রি হতে দেখা গিয়েছে। তবে অফলাইনে ইতিমধ্যেই নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Vivo Y95 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y95 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y95 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y95 তে রয়েছে একটি 20MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y95 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y95 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features
Clair Obscur: Expedition 33's Game of the Year Win at Indie Game Awards Retracted Over Gen AI Use