Flipkart, Amazon ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র বৃহস্পতিবার এই অফার পাওয়া যাবে। Vivo Carnival sale অফারে সস্তা হয়েছে Vivo Nex, Vivo V9 Pro আর Vivo Y95 এর মতো জনপ্রিয় স্মার্টফোন গুলি।
Vivo Carnival sale অফারে সস্তা হয়েছে Vivo Nex, Vivo V9 Pro আর Vivo Y95 এর মতো জনপ্রিয় স্মার্টফোন গুলি
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে Vivo। এই অফারের সস্তা হয়েছে কোম্পানির একাধিক জনপ্রিয় স্মার্টফোন। Flipkart, Amazon ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র বৃহস্পতিবার এই অফার পাওয়া যাবে। Vivo Carnival sale অফারে সস্তা হয়েছে Vivo Nex, Vivo V9 Pro আর Vivo Y95 এর মতো জনপ্রিয় স্মার্টফোন গুলি। এছাড়াও থাকছে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
লঞ্চের সময় Vivo V9 Pro ফোনের দাম ছিল 19,990 টাকা। এই সেলে 6GB RAM ভেরিয়েন্টে Vivo V9 Pro কিনতে 15,990 টাকা খরচ হবে। এই ফোনের সাথে Amazon নো কস্ট ইএমআই এর সুবিধা দিচ্ছে। ইয়েস ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। Flipkart দিচ্ছে 1,500 টাকা ডিসকাউন্ট আর এক্সচেঞ্জে 13,850 টাকা পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M30, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
লঞ্চের সময় Vivo Nex ফোনের দাম ছিল 44,990 টাকা। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। 39,990 টাকায় এই স্মার্টফোন কেনা যাবে। Flipkart থেকে এই ফোন কিনলে এক্সচেঞ্জে 14,900 টাকা ছাটড় পাওয়া যাবে। সাথে থাকছে 15 শতাংশ ছাড়। Amazon দিচ্ছে 5,000 টাকা ছাড়। আর কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে Vivo Nex কিনলে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফারের সাথেই বিনামূল্যে একটি ব্লুটুথ হেডফোন পাওয়া যাবে।
আরও পড়ুন: আসছে Oppo F11 Pro, থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর সুপার নাইট মোড
নভেম্বরে 16,990 টাকায় লঞ্চ হয়েছিল Vivo Y95। 15,990 টাকায় এই ফোন পাওয়া যাবে। এই ফোনের সাথেও Amazon, Flipkart ও কোম্পানির অনলাইন স্টোরে থাকছে আকর্ষনীয় ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার। এছাড়াও এই অফারে সস্তা হয়েছে Vivo V11, Vivo V11 Pro, Vivo Y83, Vivo Y93 আর Vivo Y81 ফোনগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show