গত বছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল Mi Power Bank 2i। 10000mAh ও 20000mAh ক্ষমতা সম্পন্ন এই পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করেছিল Xiaomi। GST তে বেশি কর দিতে হওয়ার কারণে এপ্রিল মাসে এই পাওয়ারব্যাঙ্কের দাম 100 টাকা বাড়ানো হয়েছিল। GST তে ছাড় মেলায় আবার পুরনো দামে এই পাওয়ারব্যাঙ্ক পাওয়া যাবে। যদিও গত অক্টোবরে লঞ্চ হওয়া 10000mAh Mi Power Bank Pro এর দাম পাকাপাকিভাবে 200 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে Xiaomi।
আগে 1499 টাকায় 10000mAh Mi Power Bank Pro পাওয়ারব্যাঙ্ক বিক্রি করা হত। এখন এই পাওয়ারব্যঙ্কের দাম কমে হয়েছে 1299 টাকা। 100 টাকা দাম কমে 10000mAh Mi Power Bank 2i এর দাম হয়েছে 799 টাকা। আর 20000mAh Mi Power Bank 2i এর দাম হয়েছে 1499 টাকা। Amazon.in ও Mi.com থেকে এই পাওয়ারব্যাঙ্কগুলি কেনা যাবে।
সম্প্রতি লিথিয়াম আয়ন ব্যাটারিতে GST 28 শতাংশ থেকে কমিয়ে 18 শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলেই ভারতে পাওয়ারব্যাঙ্কের দাম কমতে শুরু করেছে। ভারতে গ্রাহকের গুরুত্ব বোঝাতেই GST কমার সাথেসাথেই পাওয়ারব্যাঙ্কের দাম কমালো Xiaomi।
লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়াও রেফ্রিজারেটার, 25 ইঞ্চি পর্যন্ত টেলিভিশান, ভ্যাকিউম ক্লিনার, দেশীয় ইলেকট্রিকাল অ্যাপলায়েন্স, স্টোরেজ ওয়াটার হিটার, ইম্মার্সান হিটার, হেয়ার ড্রায়ার, হ্যান্ড ড্রায়ার, ইলেকট্রিক স্মুথিং আয়রন সহ একাধিক পণ্যের GST কমিয়ে 18 শতাংশ করা হয়েছে।
Xiaomi- 10000mAh আর 20000mAh Mi Power Bank 2i পাওয়ারব্যাঙ্ক দুটি ভারতেই তৈরী হয়। স্মার্ট কনট্রোল চিপ সহ এই পাওয়ারব্যাঙ্কে লিথিয়াম আয়ন ব্যাটারি ও দুটি USB পোর্ট ব্যবহার হয়েছে। 10000mAh পাওয়ারব্যাঙ্কে মেটাল কেস ব্যবহার করলেও 20000mAh পাওয়ারব্যাঙ্কে প্লাস্টিক কেস ব্যবহার করেছে Xiaomi।
2016 সালের অক্টোবর মাসে 10000mAh Mi Power Bank Pro লঞ্চ হয়েছিল। USB Type-C এর মাধ্যমে এই পাওয়ারব্যাঙ্ক চার্জ করা যায়। কোম্পানি দাবি করে Mi Power Bank Pro দিয়ে 3000 mAh ব্যাটারির স্মার্টফোন আড়াই বার ফুল চার্জ করা সম্ভব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন