বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp! বিপাকে কাশ্মীরের নাগরিকরা

বিজ্ঞাপন
Edited by Biswadip Dey, আপডেট: 5 ডিসেম্বর 2019 21:07 IST
হাইলাইট
  • WhatsApp গ্রুপ থেকে উধাও হয়েছেন কাশ্মীরের নাগরিকরা
  • এই বিষয়ে ট্যুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রাহকরা
  • ভারতে 40 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন

বিভিন্ন গ্রুপ থেকে অদৃশ্য হয়েছেন কাশ্মীরের WhatsApp ব্যবহারকারীরা

আবারও আলোচনার কেন্দ্রে WhatsApp। দেখা গিয়েছে কাশ্মীরের বাসিন্দারা যে সব গ্রুপ চ্যাটে যুক্ত ছিলেন তাঁরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছেন সেখান থেকে! বহু গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। এদিকে কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রয়েছে 120 দিন হল। WhatsApp-এর তরফ থেকে Gadgets 360-কে জানানো হয়েছে, এর কারণ দীর্ঘদিন এই গ্রাহকরা সক্রিয় নেই। সেই কারণেই তাঁদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। এঁদের মধ্যে বহু গ্রাহক বরাবরের মতো তাঁদের অ্যাকাউন্ট ডেটা হারাবেন। যার মধ্যে চ্যাট লগ, ইমেজ, ভিডিও রয়েছে। অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট হওয়ার ৩০ দিনের মধ্যে ব্যাক আপ না নিতে পারলে সেই ডেটা তাঁরা বরাবরের মতো হারিয়ে ফেলবেন।

বহু মানুষ এই সপ্তাহে তাঁদের যোগাযোগ তালিকায় থাকা কাশ্মীরি মানুষদের বিভিন্ন WhatsApp গ্রুপ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার প্রসঙ্গ তোলেন। এটা দেখে তাঁরা বিস্মিত হয়ে পড়েন। তাঁদের বক্তব্য ছিল, যেহেতু কাশ্মীরে মাস কয়েক ধরে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ, তাহলে তাঁরা কী করে বিভিন্ন WhatsApp গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারছেন?

অনেকেই এমনও বলতে থাকেন WhatsApp কর্তৃপক্ষ খুঁজে বের করেছেন কোন কাশ্মীরি বাসিন্দারা WhatsApp-এ রয়েছেন। WhatsApp-এর এক মুখপাত্র Gadgets 360-কে জানানএই অকস্মাৎ অদৃশ্য হওয়ার পিছনে রয়েছে কোম্পানির নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সম্পর্কিত নীতি।

তিনি বলেন, ‘‘WhatsApp সমস্ত গ্রাহককে ব্যক্তিগত ভাবে তাঁদের বন্ধুবান্ধব ও আপনজনদের সঙ্গে যোগাযোগ রাখার সুযোগ করে দেয়। সাধারণত 120 দিন নিষ্ক্রিয় থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। আর এটা হলে সেই সব অ্যাকাউন্ট আপনা থেকেই সব গ্রুপ থেকেই মুছে যায়।''

টুইটারে এক গ্রাহক জানান, ‘‘কাশ্মীরের কনট্যাক্টগুলি আপনা থেকেই WhatsApp গ্রুপ থেকে মুছে যাচ্ছে আজ থেকে। আমি জানি তাঁরা আমার মেসেজগুলিও দেখতে পাবেনা না। বিষয়টি হৃদয় ভঙ্গুর করা প্রতীকী।''

ভারত WhatsApp-এর এক বড় মার্কেট। এবছরের জুলাইয়ের হিসেব অনুযায়ী ফেসবুকের মালিকানাধীন এই সংস্থার এদেশে গ্রাহক সংখ্যা ৪০কোটি।

আরও পড়ুন:

Jio বনাম Airtel বনাম Vodafone Idea: বিভিন্ন প্রিপেড প্ল্যানে কী পার্থক্য?

Redmi K30 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল Xiaomi

ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp Kashmir, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সঞ্চার সাথীর রেশ কাটতেই ফের বিতর্ক, এবার 24 ঘন্টা নাগরিকদের উপর নজরদারির প্রস্তাব
  2. 200 টাকার নিচে দু'টি রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, চাপ বাড়ল গ্রাহকদের
  3. Poco C85 5G বিরাট ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হচ্ছে, চোখ সুস্থ রাখতে বিশেষ ফিচার
  4. 50MP সেলফি ক্যামেরা ও 16GB র‍্যাম সহ আসছে Vivo S50, ডিজাইন দেখলে অবাক হবেন
  5. Motorola ভারতে পেন্সিলের থেকেও পাতলা ফোনের লঞ্চ নিশ্চিত করল, ফিচার্স দেখে নিন
  6. HMD দুই নতুন ফিচার ফোন লঞ্চ করল, দাম 949 টাকা, গ্রাম থেকে শহর সকলের পছন্দ হবে
  7. ক্রেজি অফারের সঙ্গে Nothing Phone 3 Lite-এর সেল শুরু, ট্রান্সপারেন্ট স্টাইলের স্মার্টফোন সবথেকে সস্তায়!
  8. Xiaomi Mix TriFold: Samsung-কে টেক্কা দিতে ট্রাই-ফোল্ড ফোন আনছে Xiaomi, লঞ্চ 2026 সালে
  9. Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরার ফোন 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, কোথায় এই অফার জেনে নিন
  10. Poco C85 5G: বাজেট ফোনে এত সুন্দর ডিজাইন! বাজার কাঁপাতে আসছে পোকো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.