Photo Credit: Infinix
Infinix কোম্পানী খুব শীঘ্রই লঞ্চ করতে পারে তাদের সর্বপ্রথম ট্যাব Infinix Xpad। আধুনিক যুগে ট্যাব এর বাজারে ,তারাও এবার পা দিতে চলেছে। ট্রানশন হোল্ডিংস এর সাবব্যান্ড Infinix এর পক্ষ থেকে এটি একটি আকর্ষণীয় পদক্ষেপ। ট্যাবটি সমন্ধে কম্পানির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনরকম অফিসিয়াল অ্যানাউন্সমেণ্ট করা হয়নি ঠিকই কিন্তু কোম্পানী এই ট্যাবটিকে নাইজেরিয়ার বাজারে উন্মুক্ত করেছে। সেখান থেকেই এটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে সমস্ত তথ্য জানা যাচ্ছে। এবং কোম্পানী এই তথ্যের উপর সিলমোহর দিয়েছেন।অনুমান করা হচ্ছে Infinix Xpad ট্যাবটি ডুয়াল টোন মডার্ন ডিজাইনে সজ্জিত হবে। এটি 11 ইঞ্চি স্ক্রিন দ্বারা সমৃদ্ধ থাকবে।Infinix Xpad ট্যাবটি 3 টি রঙের বিকল্পে উপলব্ধ হতে পারে।
বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে, নাইজেরিয়ায় অবস্থিত বেশ কিছু অফলাইন খুচরো বিক্রেতা Infinix Xpad টি ইতিমধ্যেই পেয়ে গেছেন। সেই সূত্র থেকেই এটির দামও জানা গিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
Infinix কোম্পানী তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি Infinix Xpad ট্যাবটি সমন্ধে কোনোরকম দাম বা অন্য তথ্য প্রকাশ্যে আনেনি।কিন্তু নাইজেরিয়াতে বর্তমান Infinix অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে এটির নানান বৈশিষ্ট্য সমন্ধে কিছু তথ্য পাওয়া গিয়েছে।
নাইজেরিয়াতে Infinix Ipad ট্যাবটির 4GB RAM + 256GB স্টোরেজের জন্য দাম ভারতীয় মুল্যে প্রায় 13,500 টাকা (NGN 2,51,800)এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যেরিন্টের দাম ভারতীয় মূল্যে প্রায় 15,000 টাকা( NGN 2,83,800)। উপরোক্ত ভেরিয়েন্টের ট্যাবগুলি নাইজেরিয়ার অফলাইন স্টোরগুলিতে উপলব্ধ আছে। Infinix Xpad ট্যাবটি 3 টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে,কালো, নীল এবং সোনালী।
Infinix Ipad ট্যাবটি MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত। এটিতে Android 14 সফ্টওয়্যারটি অন্তর্ভুক্ত আছে এবং কোম্পানী সুনিশ্চিত করেছে যে এটি দুই বছরের সফ্টওয়্যার আপডেট পাবে। এটিতে একটি 11-ইঞ্চি ফুল HD ডিসপ্লে রয়েছে।
এটির রেজোলিউশন 1,200x1,920 পিক্সেল। এটি 90 Hz রিফ্রেশ রেট যুক্ত। ট্যাবটিতে Chat GPT- এরসাথে AI ব্যাকড ফোলাক্স ভয়েস এসিস্ট্যান্টের সুবিধা আছে। এটিতে স্টেরিও সাউন্ড সিস্টেমের সমন্বয়ে কোয়াড-স্পিকার সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ট্যাবটি ইনবিল্ড 256GB স্টোরেজ দ্বারা সজ্জিত।
Infinix কোম্পানী সবসময় তাদের বৈচিত্র্যময় পণ্যের জন্য বিশ্ব বাজারে খ্যাতি অর্জন করেছে। কোম্পানীর
পোর্টফোলিওতে বেশ কয়েকটি স্মার্টফোন,স্মার্ট টিভি রয়েছে। কোম্পানী ভারতে মে মাসে সর্বপ্রথম গেমিং ল্যাপটপ Infinix GT Book লঞ্চ করেছে। এবার তারা তাদের সর্বপ্রথম ট্যাবটি আত্মপ্রকাশ করতে চলছে।তাদের অন্যান্য পণ্যের মতো এই ট্যাবটিও গ্রাহকদের মনঃপুত হবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন