যুব সমাজের চাহিদার উপর নজর রেখে Infinix কোম্পানী আনতে পারে তাদের নতুন ডিজাইনের ট্যাব - Infinix Xpad

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:23 IST
হাইলাইট
  • Infinix এর ট্যাবটিতে ফোলাক্স ভয়েস সম্পন্ন বৈশিষ্ট্যটি রয়েছে।
  • ট্যাবটিতে 8-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা রয়েছে।
  • এটিতে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে।

Photo Credit: Infinix

Infinix কোম্পানী খুব শীঘ্রই লঞ্চ করতে পারে তাদের সর্বপ্রথম ট্যাব Infinix Xpad। আধুনিক যুগে ট্যাব এর বাজারে ,তারাও এবার পা দিতে চলেছে। ট্রানশন হোল্ডিংস এর সাবব্যান্ড Infinix এর পক্ষ থেকে এটি একটি আকর্ষণীয় পদক্ষেপ। ট্যাবটি সমন্ধে কম্পানির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনরকম অফিসিয়াল অ্যানাউন্সমেণ্ট করা হয়নি ঠিকই কিন্তু কোম্পানী এই ট্যাবটিকে নাইজেরিয়ার বাজারে উন্মুক্ত করেছে। সেখান থেকেই এটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে সমস্ত তথ্য জানা যাচ্ছে। এবং কোম্পানী এই তথ্যের উপর সিলমোহর দিয়েছেন।অনুমান করা হচ্ছে  Infinix Xpad ট্যাবটি ডুয়াল টোন মডার্ন ডিজাইনে সজ্জিত হবে। এটি 11 ইঞ্চি স্ক্রিন দ্বারা সমৃদ্ধ থাকবে।Infinix Xpad ট্যাবটি 3 টি রঙের বিকল্পে উপলব্ধ হতে পারে। 

বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে, নাইজেরিয়ায় অবস্থিত বেশ কিছু অফলাইন খুচরো বিক্রেতা Infinix Xpad টি ইতিমধ্যেই পেয়ে গেছেন। সেই সূত্র থেকেই এটির দামও জানা গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। 

Infinix কোম্পানী তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি  Infinix Xpad ট্যাবটি সমন্ধে কোনোরকম দাম বা অন্য তথ্য প্রকাশ্যে আনেনি।কিন্তু নাইজেরিয়াতে বর্তমান Infinix অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে এটির নানান বৈশিষ্ট্য সমন্ধে কিছু তথ্য পাওয়া গিয়েছে। 

নাইজেরিয়াতে Infinix Ipad ট্যাবটির  4GB RAM + 256GB স্টোরেজের জন্য দাম ভারতীয় মুল্যে প্রায় 13,500 টাকা (NGN 2,51,800)এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যেরিন্টের দাম ভারতীয় মূল্যে প্রায় 15,000 টাকা( NGN 2,83,800)। উপরোক্ত ভেরিয়েন্টের ট্যাবগুলি নাইজেরিয়ার অফলাইন স্টোরগুলিতে উপলব্ধ আছে। Infinix Xpad ট্যাবটি 3 টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে,কালো, নীল এবং সোনালী। 

Infinix Ipad এর বৈশিষ্ট্যসমূহ: 

Infinix Ipad ট্যাবটি  MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত। এটিতে Android 14 সফ্টওয়্যারটি অন্তর্ভুক্ত আছে এবং  কোম্পানী সুনিশ্চিত করেছে যে এটি দুই বছরের সফ্টওয়্যার আপডেট পাবে। এটিতে একটি 11-ইঞ্চি ফুল HD ডিসপ্লে রয়েছে। 

এটির রেজোলিউশন 1,200x1,920 পিক্সেল। এটি 90 Hz রিফ্রেশ রেট যুক্ত। ট্যাবটিতে Chat GPT- এরসাথে AI ব্যাকড ফোলাক্স ভয়েস এসিস্ট্যান্টের সুবিধা আছে। এটিতে স্টেরিও সাউন্ড সিস্টেমের সমন্বয়ে কোয়াড-স্পিকার সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ট্যাবটি ইনবিল্ড 256GB স্টোরেজ দ্বারা সজ্জিত। 

Infinix  কোম্পানী সবসময় তাদের বৈচিত্র্যময় পণ্যের জন্য বিশ্ব বাজারে খ্যাতি অর্জন করেছে। কোম্পানীর  

Advertisement

পোর্টফোলিওতে বেশ কয়েকটি স্মার্টফোন,স্মার্ট টিভি রয়েছে। কোম্পানী ভারতে মে মাসে সর্বপ্রথম গেমিং ল্যাপটপ Infinix GT Book লঞ্চ করেছে। এবার তারা তাদের সর্বপ্রথম ট্যাবটি আত্মপ্রকাশ করতে চলছে।তাদের অন্যান্য পণ্যের মতো এই ট্যাবটিও গ্রাহকদের মনঃপুত হবে বলে মনে করা হচ্ছে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 16 বিক্রি হচ্ছে বিপুল ছাড়ে, এত কম দাম বিশ্বাস হবে না, কোথায় পাবেন জেনে নিন
  2. ভিভোর চমক! আসছে দেশের সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড স্ক্রিনের ফোন Vivo T4R 5G
  3. 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরার সাথে বাজার কাঁপাতে আসছে Realme 15 Pro 5G
  4. Samsung Galaxy S25 FE উন্নত সেলফি ক্যামেরা ও আরও শক্তিশালী ব্যাটারির সাথে বাজারে আসছে
  5. Realme C71 মাত্র 7,699 টাকায় 6,300mAh ব্যাটারির সাথে বাজারে এল, ফিচার্স খুব সুন্দর
  6. Samsung-এর নতুন চমক Galaxy F36 লঞ্চ হচ্ছে 19 জুলাই, থাকবে অসাধারণ AI ফিচার্স
  7. কম্পিউটারের দুনিয়ায় বিপ্লব ঘটালেন আম্বানি, মাত্র 5,499 টাকায় হাজির AI প্রযুক্তির JioPC
  8. ফোল্ডেবল ফোনের সংজ্ঞা বদলে দিতে হাজির Vivo X Fold 5, দুর্ধর্ষ ক্যামেরায় বাজারে ঝড়!
  9. Amazon Prime Day Sale-এ শেষ সুযোগ, Windows ল্যাপটপের দামে বিক্রি হচ্ছে Apple Macbook
  10. আজ Amazon Prime Day Sale 2025-এর শেষ দিন, দুর্দান্ত ছাড়ে কিনুন iPhone 16e
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.