Infinix Xpad Edge-এর স্ক্রিন লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি পারফরম্যান্সের জন্য Tuv Rheinland-এর সার্টফিকেশন পেয়েছে।
Photo Credit: Infinix
Infinix Xpad Edge has a 8,000mAh battery.
Infinix Xpad Edge বৃহস্পতিবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। শুনলে অবাক হবেন, এই ট্যাবলেটে ল্যাপটপের মতো বড় স্ক্রিন রেখেছে কোম্পানি। নতুন ট্যাবে 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 8,000mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে। এতে স্টাইলাস পেন সাপোর্ট থাকায় নোট নেওয়া ও আঁকার মতো কাজ আরও সহজ হবে। ট্যাবে 4G সিম ব্যবহার করার সুবিধা দিচ্ছে কোম্পানি। এছাড়াও, Infinix Xpad Edge-এর ফিচার্সের মধ্যে রয়েছে ইনফিনিক্স AI, ডেস্কটপ স্তরের কানেক্টিভিটি, প্রি-ইনস্টলড WPS Office, স্প্লিট স্ক্রিন, কোয়াড স্পিকার সেটআপ, 300 শতাংশ লাউড ভলিউম, ইত্যাদি। চলুন ট্যাবটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স এক্সপ্যাড এজ ট্যাবের সামনে 13.2 ইঞ্চি আল্ট্রা-ক্লিয়ার ডিসপ্লে রয়েছে। এটি 450 নিট পিক ব্রাইটনেস, এবং 2.4K (1,600 x 2,400 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ট্যাবের পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। কোম্পানি ট্যাবটিকে ম্যালওয়্যার, ভাইরাস, এবং সমস্ত রকমের বাগ থেকে সুরক্ষিত রাখতে দুই বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে জানিয়েছে।
Infinix Xpad Edge মডেলের স্ক্রিন লো ব্লু লাইট এবং ফ্লিকার-ফ্রি পারফরম্যান্সের জন্য Tuv Rheinland-এর সার্টফিকেশন পেয়েছে। নীল আলো চোখের উপর চাপ সৃষ্টি করে এবং ক্লান্তি বাড়িয়ে দেয়। ট্যাবটি এই ধরনের ক্ষতিকর আলো সর্বোচ্চ 70 শতাংশ পর্যন্ত ফিল্টার করতে সক্ষম। এতে Snapdragon 685 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা 8 জিবি র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে।
ডিভাইসটির র্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে। আবার SD কার্ডের মাধ্যমে ইর্ন্টানাল স্টোরেজ 2 টেরাবাইট অব্দি বৃদ্ধি করা যাবে। 8,000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ট্যাবটি মাত্র 6.19 মিমি পুরু এবং ওজন 588 গ্রাম। এটি X Keyboard 20 ও X Pencil 20-এর সঙ্গে যুক্ত করা যাবে। ফলে নোট নেওয়া ও স্কেচ করা সুবিধা হয়েছে।
এই নতুন ট্যাবলেটে Folax Voice Assistant আছে, যার মাধ্যমে সাধারণ ভয়েস কমান্ড ব্যবহার করে সার্চ করা, অনুবাদ, লেখা থেকে তথ্য বার করা, ও নোট তৈরি করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুলসের মধ্যে রয়েছে AI রাইটিং, AI ট্রান্সলেশন, AI স্ক্রিন রিকগনিশন, প্রভৃতি।
Infinix Xpad Edge মালয়েশিয়াতে লঞ্চ হয়েছে৷ ট্যাবটির দাম 1,299 মালয়েশিয়ান রিঙ্গিত থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকা। স্পেশাল লঞ্চ অফার হিসেবে কোম্পানি বিনামূল্যে কীবোর্ড এবং স্টাইলাস পেন দিচ্ছে। ডিভাইসটি ভারতে কবে আসতে পারে, তা এখনও জানায়নি ইনফিনিক্স।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Truecaller Voicemail Feature Launched for Android Users in India With Transcription in 12 Regional Languages