আকর্ষণীয় ডিজাইন যুক্ত এবং অসাধারণ প্রযুক্তি সমৃদ্ধ Infinix কোম্পানীর সর্বপ্রথম উন্মোচন Infinix XPad
ভারতের বাজারে Infinix কোম্পানী নিয়ে আসতে চলেছে তাদের সর্বপ্রথম আকর্ষণীয় ট্যাবলেট Infinix XPad। কোম্পানীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী 13 ই সেপ্টেম্বর ভারতে তাদের Infinix XPad ট্যাবটি লঞ্চ করা হবে। 11 ইঞ্চি স্ক্রিন দ্বারা সজ্জিত কোম্পানীর সর্বপ্রথম ট্যাবটি ইতিমধ্যেই বিশ্বের বাজারে প্রকাশিত হয়েছে। ট্যাবটি MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। এটিতে 4জিবি RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে উন্মোচিত নতুন ট্যাবটি 7000 mAh ব্যাটারী দ্বারা চালিত হতে চলেছে। শোনা যাচ্ছে যে, উৎসাহিত গ্রাহকদের জন্য বাজেটের মধ্যে অসাধারণ প্রযুক্তি সমৃদ্ধ ট্যাবটি তুলে ধরতে চলেছে infinix কোম্পানী।
ইনফিনিক্স কোম্পানী জানিয়েছে যে, তাদের উপস্থাপিত নতুন ট্যাবটি ইউনি বডি মেটাল ডিজাইনের সাথে উপস্থিত হতে চলেছে। ভারতে Infinix XPad ট্যাবটি 3টি রঙের বিকল্পে পাওয়া যাবে -ফ্রস্ট ব্লু, টাইটান গোল্ড এবং স্টেলার গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হবে। এখনো পর্যন্ত ট্যাবটির দাম জানা যায়নি তবে কোম্পানীর জানিয়েছে যে,ট্যাবটি লঞ্চের সময় এটির দাম জানা যাবে।
বিশ্বের বাজারে উন্মোচিত ট্যাবটির মতো Infinix XPad ট্যাবটি একটি 11 ইঞ্চি FHD+ স্ক্রীন দ্বারা সজ্জিত থাকবে। এটির পিক্সেল রেজোলিউশন 1920×1200। এটির রিফ্রেশ রেট 90Hz এবং স্ক্রিন থেকে বডির অনুপাত 83%।
ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে, Infinix Xpad ট্যাবটি MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত হবে।
ক্যামেরার ক্ষেত্রে ইনফিনেক্সের নতুন ট্যাবটিতে LED ফ্ল্যাশ লাইট সহ পিছনের এবং সামনের উভয় ক্যামেরার ক্ষেত্রে 8 মেগাপিক্সেল ক্যামেরা অন্তর্ভুক্ত করা থাকবে।
ট্যাবটি 18W এর চার্জিং সহ একটি 7000 mAh ব্যাটারী দ্বারা চালিত হতে চলেছে। এছাড়াও সংযোগের ক্ষেত্রে এটিতে কোয়াড স্পীকার, WiFi, USB Type-C পোর্ট এবং 4g LTE এর সমর্থন আছে। এছাড়াও কোম্পানীর পক্ষ থেকে হাইলাইট করা হয়েছে যে,এটিতে ChatGPT- দ্বারা চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্টও যুক্ত করা থাকবে।
বর্তমানে ইনফিনিক্স এর নতুন ট্যাবটির আর কোনো বৈশিষ্ট্য সমন্ধে জানতে পারা যায়নি , তবে এটির লঞ্চের পর বিস্তারিত বিবরন জানা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Photon Microchip Breakthrough Hints at Quantum Computers With Millions of Qubits
NASA Spots Starquakes in a Red Giant Orbiting One of the Galaxy’s Quietest Black Holes
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks