Redmi Pad 2 Pro 5G পাঁচটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি প্যাচ আপডেট পাবে।
Photo Credit: Redmi
Redmi Pad 2 Pro 5G packs a 12,000mAh battery
Redmi Pad 2 Pro 5G মঙ্গলবার Redmi Note 15 5G মডেলের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। নতুন ট্যাবটির যে দুই ফিচার সবার প্রথমেই নজর কাড়বে, সেটি হল 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 12,000mAh ব্যাটারি। একই আকারের স্ক্রিন থাকা কোনও ট্যাবে পূর্বে এত বড় mAh ব্যাটারি দেখা যায়নি। তাই সংস্থা দাবি করছে, এটি একটি 12.1 ইঞ্চি ট্যাবলেটে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি। Redmi Pad 2 Pro 5G মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Atmos-এর সাথে কোয়াড স্পিকার সেটআপ, 2 টেরাবাইট পর্যন্ত মেমোরি এক্সটেনশন, 27W রিভার্স চার্জিং প্রযুক্তি, সার্কেল টু সার্চ। রেডমির নতুন ট্যাবলেটে 5G কানেক্টিভিটি ও স্টাইলাস পেন সাপোর্টও মিলবে।
Redmi Pad 2 Pro 5G ভারতে 8 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের Wi-Fi ভার্সনের দাম 22,999 টাকা। একই মেমোরির 5G ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা। 5G মডেলের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা রাখা হয়েছে।
মনে রাখবেন, দামের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত আছে। Axis, SBI, ও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে লেনদেন করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। জানুয়ারি 9 থেকে সিলভার ও গ্রে কালার অপশনে সেল শুরু হচ্ছে।
রেডমি প্যাড 2 প্রো 5G-এর সামনে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক 600 নিট ব্রাইটনেস, 2.5K রেজোলিউশন (2,560 x 1,600 পিক্সেল), 1.07 বিলিয়ন কালার, Dolby Vision, এবং 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ট্যাবলেটের স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।
Redmi Pad 2 Pro 5G পাঁচটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি প্যাচ আপডেট পাবে। এতে Android 15-নির্ভর Hyper OS 2 প্রি-ইনস্টল করা আছে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, ট্যাবলেটের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য, সামনেও 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
রেডমির নতুন ট্যাবে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি LPDDR4x র্যাম, UFS 2.2 অনবোর্ড স্টোরেজ, এবং Adreno 810 GPU-এর সঙ্গে যুক্ত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 12,000mAh ব্যাটারি। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আবার রিভার্স চার্জিং থাকায় ট্যাব থেকে নিজের ফোন কিংবা ওয়্যারলেস ডিভাইস চার্জ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন