2019 সালের প্রথমার্ধে বাজারে আসবে iPad mini 5। সম্প্রতি তাইওয়ানে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। 2015 সালের সেপ্টেম্বরে শেষ iPad mini বাজারে এসেছিল। এর পরে কম দামের iPad সিরিজে কোন আপডেট আসেনি। তবে গত বছর নতুন iPad Pro লঞ্চ করেছিল কুপার্টিনোর কোম্পানিটি।
আরও পড়ুন: শক্তিশালী চিপসেট ও ক্যামেরা নিয়ে আসছে Redmi Note 7 Pro
তাইওয়ানে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 2019 সালের প্রথমার্ধে বাজারে আসবে দুটি নতুন iPad। একটি সাধারন iPad অন্যটি iPad Mini। ইতিমধ্যেই এই দুই মডেলের টাচস্ক্রিন তৈরীর কাজ শুরু হয়েছে।
টাচস্ক্রিন তৈরী শুরু হলেও নতুন দুটি iPad এর স্পেসিফিকেশান জানা যায়নি। তবে আগে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল iPad mini 5 তে থাকবে হেডফোন জ্যাক আর ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ।
আরও পড়ুন: খেতে ভালোবাসেন? আপনার জন্য সুখবর নিয়ে এল Paytm
প্রসঙ্গত 2015 সালের সেপ্টেম্বরে বাজারে এসেছিল iPad mini 4। এর পর Apple এর বাজেট iPad লাইন আপে কোন আপডেট আসেনি। iPad mini 4 এ ছিল 7.9 ইঞ্চি 2048x1536 পিক্সেলস ডিসপ্লে আর A8 প্রসেসার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন