Oppo Pad Air 5 packs a 10,050mAh battery
Photo Credit: Oppo
Oppo Pad Air 5 বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার চীনে আত্মপ্রকাশ করল। এই ট্যাবলেট Wi-Fi এবং 5G সিম উভয় ভ্যারিয়েন্টে এসেছে। নতুন ট্যাবটির মুখ্য আকর্ষণ বিরাট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, ও লং-লাস্টিং ব্যাটারি। এটি 12.1 ইঞ্চি ডিসপ্লে, MediaTek Dimensity 7300 Ultra চিপসেট, ও 10,050mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এতে স্টাইলাস পেন সাপোর্ট থাকায় নোট লেখা ও আঁকার মতো কাজ আরও সহজ হবে। ট্যাবে চারটি স্পিকার দিয়েছে কোম্পানি। এর ফলে ব্যবহারকারীরা সিনেমা দেখা, গান শোনা বা গেম খেলার সময় দুর্দান্ত সাউন্ডের অভিজ্ঞতা পাবেন। চলুন Oppo Pad Air 5 মডেলের দাম এবং খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
ওপ্পো প্যাড এয়ার 5 ট্যাবের সামনে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, সর্বোচ্চ 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 2.8K রেজোলিউশন (2,800 x 1,980 পিক্সেল) সাপোর্ট করে। এই ট্যাবলেটের একটি সফ্ট লাইভ ভার্সন রয়েছে যা নতুন প্রজন্মের হাই-প্রিসিশন ন্যানো-এচিং প্রযুক্তি ব্যবহার করে ছবির স্বচ্ছতা 22 শতাংশ বাড়ায়।
এছাড়াও, স্ক্রিনে TUV Rheinland-এর আই প্রটেকশন সার্টিফিকেট রয়েছে। অর্থাৎ এটি চোখের জন্য নিরাপদ। ট্যাবটি কম ব্লু নাইট, কম ফ্লিকার, এবং চোখের চাপ কমানোর মতো মানদন্ড পূরণে সক্ষম হয়েছে। ট্যাবের সামনে ও পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা FHD ভিডিও রেকর্ড করতে পারবে। সঙ্গে টাইম-ল্যাপস ফটোগ্রাফি সাপোট আছে।
Oppo Pad Air 5 মডেলে Dimensity 7300 Ultra চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 12 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে Android 16 নির্ভর ColorOS 16 প্রি-ইনস্টল করা আছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 10,050mAh ব্যাটারি আছে। এটি 33W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। ট্যাবে 5G নেটওয়ার্ক শেয়ারিং ও আইফোনে দ্রুত ফাইল ট্রান্সফার করার সুবিধাও রয়েছে।
Oppo Pad Air 5 চীনে একাধিক ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ট্যাবটির 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,899 ইউয়ান (প্রায় 24,300 টাকা), 2,199 ইউয়ান (প্রায় 28,100 টাকা), ও 2,499 ইউয়ান (প্রায় 31,900 টাকা)।
ট্যাবের Soft Light ভার্সন 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে এসেছে। দাম যথাক্রমে 2,399 ইউয়ান (প্রায় 30,650 টাকা) ও 2,699 ইউয়ান (34,496 টাকা)। এটি স্টারলাইট পাউডার, স্পেস গ্রে, স্টারলাইট পিঙ্ক সফ্ট লাইট ভার্সন, ও স্পেস গ্রে সফ্ট লাইট ভার্সনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.