Realme Pad 3 will launch in India on January 6, 2026
Photo Credit: Realme
Realme Pad 3 ভারতে জানুযারি 6, 2026 লঞ্চ হতে চলেছে। রিয়েলমি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা সেই দিন Realme 16 Pro এবং Realme 16 Pro+ স্মার্টফোন এ দেশের বাজারে আনবে। সংস্থা এখনও ট্যাবের প্রযুক্তিগত স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেনি। তবে বেশ কয়েকটি কোর ফিচার্সের কথা জানিয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ফিচার্স থাকবে, যা শিক্ষার্থীদের পড়াশোনা করা বা নোট নেওয়া আরও সহজ করে তুলবে। ট্যাবটিতে নোটবুক থেকে অনুপ্রাণিত ডিসপ্লে থাকবে। এটি ডিজিটাল পাঠ্যবই ও ডকুমেন্ট পড়ার অভিজ্ঞতা উন্নত করবে। আবার সংস্থার ঘোষণার আগেই Realme Pad 3-এর আরও কিছু মেজর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
টিপস্টার অভিষেক যাদবের প্রকাশ করা তথ্য অনুসারে, Realme Pad 3 মডেলে MediaTek Dimensity 7300 Max প্রসেসর ব্যবহার করা হবে। 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিড-রেঞ্জ চিপটি চারটি পারফরম্যান্স কোর এবং চারটি এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। এতে শক্তিশালী গ্রাফিক্স ও গেমিংয়ের জন্য Mali-G610 MC4 জিপিইউ আছে।
রিয়েলমি প্যাড 3 ট্যাবলেটের সামনে 11.6 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে, যা 2.8K রেজোলিউশন এবং 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ছবি ও ভিডিও তোলার জন্য ট্যাবলেটের ব্যাক প্যানেলে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সামনে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। আসন্ন ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 12,200mAh ব্যাটারি। এতে 45W ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে।
টেক ব্লগার আরও দাবি করেছেন যে রিয়েলমি তিদের নতুন ডিভাইসের জন্য কীবোর্ড এবং স্টাইলাস আনতে পারে। প্রাথমিক ক্রেতাদের জন্য স্টাইলাস পেন বিনামূল্যে অফার করতে পারে রিয়েলমি। এছাড়াও, আগের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে Realme Pad 3 লঞ্চ হবে Wi-Fi এবং 5G উভয় ভার্সনে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।
প্রসঙ্গত, Realme Pad 2 লঞ্চের প্রায় আড়াই বছর পর উত্তরসূরী Pad 3 ট্যাবের আগমন ঘটছে। পূর্বসূরী মডেলটি 2023 সালের জুলাইতে 19,999 টাকায় ভারতে এসেছিল। টপ মডেলের দাম 22,999 টাকা রাখা হয়েছিল। এতে 4G কানেক্টিভিটির সাপোর্ট ছিল। স্পেসিফিকেশনের কথা বললে, ট্যাবে 2K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট-যুক্ত 11.5 ইঞ্চি ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 8,360mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং, 8 জিবি র্যাম, 128 জিবি + 256 জিবি স্টোরেজ, ও Dolby Atmos প্রযুক্তির স্পিকার রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.