শাওমির নতুন বাজেট ট্যাবলেট Redmi Pad 2 ভারতে চলে এল, রয়েছে 9,000mah ব্যাটারি

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 জুন 2025 11:39 IST
হাইলাইট
  • Redmi Pad 2 ট্যাবে MediaTek Helio G100-Ultra চিপসেট আছে
  • ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্পিকার দিয়ে সজ্জিত
  • ট্যাবলেটটি Wi-Fi এবং Wi-Fi + 4G উভয় ভেরিয়েন্টে উপলব্ধ

Redmi Pad 2 ব্লু ও গ্রে কালারে এসেছে

Photo Credit: Xiaomi

Redmi Pad 2 বুধবার ভারতে লঞ্চ হল। শুধু Wi-Fi এবং Wi-Fi + সেলুলার নেটওয়ার্ক - এই বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট উভয় অপশনে উপলব্ধ। ট্যাবটিতে 11 ইঞ্চি 2.5K ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, ও শক্তিশালী 9,000mAh ব্যাটারি রয়েছে। এটি 6 ন্যানোমিটারের অক্টা-কোর MediaTek Helio G100-Ultra চিপসেট দ্বারা পরিচালিত এবং 8GB পর্যন্ত LPDDR4X RAM অফার করে। শাওমি দাবি করেছে যে রেডমির এই ট্যাবলেটটি প্রথম যা চালু করার পর থেকেই Google-এর সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করা যাবে। সফটওয়্যারের দিক থেকে, Redmi Pad 2 মডেলে HyperOS 2 রয়েছে।

ভারতে Redmi Pad 2 ট্যাবের দাম

ভারতে Redmi Pad 2 এর 4GB RAM + 128GB স্টোরেজের Wi-Fi-ওনলি ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। অন্যদিকে, Wi-Fi + 4G মডেলের 6GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 15,999 টাকা এবং  জন্য 17,999 টাকা। অ্যাক্সেসরি হিসাবে রেডমি স্মার্ট পেন এবং প্যাড 2 কভার কিনতে পারবেন। এদের দাম যথাক্রমে 3,299 টাকা এবং 1,299 টাকা। ট্যাবটি নীল এবং ধূসর রঙে কোম্পানির অফিসিয়াল ই-স্টোর, Amazon এবং নির্বাচিত অফলাইন স্টোরে জুন 24 থেকে পাওয়া যাবে।

Redmi Pad 2 ট্যাবের স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি প্যাড 2 ট্যাবলেটের সামনে 11 ইঞ্চি ডিসপ্লে রয়েছে৷ এটি 2.5K রেজোলিউশন (2560x1600 পিক্সেল), 90hz রিফ্রেশ রেট, 600 নিট ব্রাইটনেস অফার করে। চোখের সুরক্ষার জন্য Triple TÜV Rheinland সার্টিফিকেশন এবং ওয়েট টাচ প্রযুক্তি বর্তমান। এতে মিডিয়াটেক হেলিও G100-আল্ট্রা প্রসেসর, 8GB পর্যন্ত LPDDR4X RAM ও 256GB পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।

Redmi Pad 2 অ্যান্ড্রয়েড 15-নির্ভর হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে রান করবে। ট্যাবলেটটির ক্যামেরা খুবই সাধারণ। পিছনের প্যানেলে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে একটি 5 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। তবে দুর্দান্ত সাউন্ডের জন্য, এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। ট্যাবটি স্মার্ট পেনও সমর্থন করে। এটি গুগলের সার্কেল টু সার্চ এবং জেমিনি এআই এর মতো টপ-নচ ফিচার্সের সাথে এসেছে।

Redmi Pad 2 এর 9,000mAh ব্যাটারি 18W ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সমর্থন করে। এটি হল সেন্সর, অ্যাক্সিলোমিটার, এবং ভার্চুয়াল অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দিয়ে সজ্জিত। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G, Wi-Fi, ব্লুটুথ, 3.5mm অডিও জ্যাক এবং একটি USB টাইপ-সি পোর্ট। ট্যাবলেটের ওজন 510 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চাপে Samsung, ফোল্ডেবল ফোনের বাজার কাঁপিয়ে আজ Vivo X Fold 5-এর সেল শুরু
  2. 5G এর যুগেও আমজনতার জন্য সস্তায় ফোন আনছে Lava, শীঘ্রই লঞ্চ হবে Shark 2 4G
  3. 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির নতুন ফোন
  4. Moto G86 Power 5G ভারতে 6,720mAh ব্যাটারি ও Sony-র দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দামও কম
  5. Android ফোনের পথেই Apple, iPhone 17 সিরিজ সুপারহিট করতে আসছে বিরাট বদল
  6. 7,000mAh ব্যাটারির সাথে Redmi 15 5G ভারতে আসছে, 1% চার্জে 13.5 ঘন্টা চলবে!
  7. Vivo স্বাধীনতা দিবসের আগে নতুন 5G ফোন লঞ্চ করছে, ছবি ও ফিচার্স দেখে নিন
  8. iQOO Z10R 5G এর সেল শুরু, 2,000 টাকা ছাড়ে কিনুন 4K ক্যামেরার ওয়াটারপ্রুফ ফোন
  9. 6,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Redmi 15C 5G, ছবি-ফিচার্স ফাঁস
  10. কম দামে কিনুন Apple এর সবচেয়ে সস্তা iPhone, পুজোর দু'মাস আগেই বিরাট ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.