Redmi Pad 2 Pro 5G ট্যাবলেটের দাম ভারতে 30,000 টাকার নিচে থাকবে।
Photo Credit: Redmi
Redmi Pad 2 Pro 5G Indian version will be powered by the same Snapdragon 7s Gen 4 chipset
Redmi Pad 2 Pro 5G যে জানুয়ারির প্রথমে Redmi Note 15 5G এর সঙ্গে ভারতে লঞ্চ হচ্ছে, তা আগেই ঘোষণা করা হয়েছে। সংস্থা তাদের ওয়েবসাইটে আসন্ন ট্যাবলেটের একটি মাইক্রোসাইট তৈরি করেছে। সেখান থেকে জানা গিয়েছে, এই ট্যাবে 12,000mAh ব্যাটারি এবং 12.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে। আর এখন ট্যাবটির চিপসেটের নাম প্রকাশ হয়েছে। এর পাশাপাশি Redmi Pad 2 Pro 5G মডেলের দাম ফাঁস হয়েছে। এটি 5G ও Wi-Fi ভ্যারিয়েন্টে বিক্রি হবে। ডিভাইসটি সেপ্টেম্বরের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট একই স্পেসিফিকেশন ও ফিচার্স অফার করবে বলে ধারণা করা হচ্ছে।
টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, Redmi Pad 2 Pro 5G ভারতে 8 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ট্যাবের 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের Wi-Fi ভার্সনের দাম হতে পারে 25,000 টাকা। অন্য দিকে, 5G মডেলের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 28,000 টাকা এবং 30,000 টাকা হওয়ার সম্ভাবনা।
ট্যাবের প্রথম সেল জানুয়ারি 12 অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, Redmi Note 15 5G-এর দামও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। স্মার্টফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম 22,999 টাকা হতে পারে। অন্য দিকে, 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 24,999 টাকা রাখতে পারে কোম্পানি। ফাঁস হওয়া তথ্য সঠিক কিনা, তা লঞ্চের দিনই নিশ্চিত করা যাবে।
Redmi Pad 2 Pro 5G এর ভারতীয় ভার্সনে গ্লোবাল মডেলের মতো Snapdragon 7s Gen 4 ব্যবহার করা হয়েছে। এটি Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার সেটআপ পেয়েছে। রেডমি জানিয়েছে, ট্যাবের ভলিউম 300 শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। সংস্থা দাবি করছে যে 12.1 ইঞ্চি স্ক্রিনের কোনও ট্যাবলেটে এখনও 12,000 mAh ব্যাটারি দেখা যায়নি।
রেডমি তাদের মাইক্রোসাইটের মাধ্যমে নিশ্চিত করেছে, আসন্ন ট্যাবের ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, QHD+ রেজোলিউশন, এবং Dolby Vision সাপোর্ট করবে। জানিয়ে রাখি, ডিভাইসটির গ্লোবাল ভার্সনে 33W ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। ছবি ও ভিডিও চ্যাট করার জন্য সামনে এবং পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra Design Spotted in Leaked Hands-On Images