Redmi Pad 2 Pro 5G will be go on sale in India via major e-commerce platforms
Photo Credit: Redmi
Redmi Pad 2 Pro 5G শীঘ্রই ভারতে আসছে। শাওমির সাব-ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়াতে এই ট্যাবলেটের টিজার প্রকাশ করেছে। সংস্থার ইঙ্গিত, এটি ডিসেম্বর মাসেই লঞ্চ হতে পারে। ট্যাবটি শাওমির ইন্ডিয়ার অনলাইন স্টোরের পাশাপাশি Amazon ও Flipkart উভয় প্ল্যাটফর্ম থেকে বিক্রি হবে। সংস্থা জানিয়েছে যে তারা ডিসেম্বর 22 থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন ও ফিচার্সের উপর থেকে পর্দা সরানো শুরু করবে। জানিয়ে রাখি, Redmi Pad 2 Pro 5G সেপ্টেম্বরের শেষে Xiaomi 15T সিরিজের স্মার্টফোনের সঙ্গে গ্লোবালি লঞ্চ হয়েছিল। ট্যাবটি Wi-Fi ও 5G ভ্যারিয়েন্টে উপলব্ধ। এতে 12,000mAh ব্যাটারি এবং 12.1 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
শাওমির ভারতীয় শাখার অফিসিয়াল ওয়েবসাইটে Redmi Pad 2 Pro 5G-এর জন্য বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখানে এখনও কোনও তথ্য প্রকাশ হয়নি। তবে আগামী সপ্তাহ থেকেই সেটি ফিচার্সের সঙ্গে আপডেট করা হবে। ট্যাবলেটের গ্লোবাল ভার্সনে যে সমস্ত হার্ডওয়্যার ও কনফিগারেশন আছে, ভারতীয় সংস্করণে একই বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা যায়।
জানিয়ে রাখি, রেডমি প্যাড 2 প্রো 5G ট্যাবের সামনে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2.5K রেজোলিউশন (1,600 × 2,560 পিক্সেল), 600 নিট পিক ব্রাইটনেস, এবং ডিসি ডিমিং সাপোর্ট করে। ট্যাবটির স্ক্রিনে ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। ট্যাবে Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
রেডমির নতুন ট্যাবলেটে Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যায়। Redmi Pad 2 Pro 5G-এর পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Redmi Pad 2 Pro 5G মডেলে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-যুক্ত 12,000mAh ব্যাটারি আছে। এতে 27W রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ, ট্যাব থেকেই অন্য ফোন, ওয়্যারলেস ইয়ারফোন বা ছোট ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়া যাবে। এছাড়াও, এতে Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার বর্তমান।
দেশের বাইরে Redmi Pad 2 Pro-এর দাম 299.99 ইউরো (6 জিবি + 128 জিবি Wi-Fi) থেকে শুরু হচ্ছে যা ভারতীয় মুদ্রায় 31,000 টাকার সমান। এটি ল্যাভেন্ডার পার্পল, সিলভার, ও গ্রাফাইট গ্রে কালার অপশনে উপলব্ধ। ট্যাবটির দাম ভারতে চলতি মাসেই ঘোষণা হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.