Redmi Pad 2 Pro 5G-এর-এর জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে এই ট্যাবলেটে 12,000mAh ব্যাটারি থাকবে। সংস্থার দাবি, এটি একটি 12.1 ইঞ্চি ট্যাবলেটে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি। অর্থাৎ একই আকারের স্ক্রিনে থাকা কোনও ট্যাবে পূর্বে এত বড় mAh ব্যাটারি দেখা যায়নি।
Redmi Pad 2 Pro 5G-এর গ্লোবাল ভার্সনে যে সমস্ত হার্ডওয়্যার ও কনফিগারেশন আছে, ভারতীয় সংস্করণে একই বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা যায়। সে ক্ষেত্রে ট্যাবটি এতে 12,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর থাকতে পারে।