ভারতে এল Samsung-এর সবচেয়ে সস্তা প্রিমিয়াম ট্যাবলেট Galaxy Tab S10 Lite

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 সেপ্টেম্বর 2025 18:07 IST
হাইলাইট
  • Samsung Galaxy Tab S10 Lite একটি বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম ট্যাবলেট
  • এই ট্যাবলেটে S Pen সাপোর্ট রয়েছে
  • ট্যাবের সঙ্গে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রি-তে মিলবে

Samsung Galaxy Tab S10 Lite ট্যাবলেটে 8,000mAh ব্যাটারি আছে

Samsung Galaxy Tab S10 Lite অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে পা রাখল। ট্যাবটি Galaxy Tab S10 সিরিজের সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি মডেল। এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার এক মাস পর এ দেশে এসেছে। ট্যাবটি সেই সমস্ত ক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে, যারা সাধ্যের মধ্যে প্রিমিয়াম ট্যাবলেট ব্যবহার করতে চান। Samsung Galaxy Tab S10 Lite ভিশন বুস্টার প্রযুক্তি-সহ 10.9 ইঞ্চি ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। বড় বিষয় হল, এতে S Pen সাপোর্ট থাকছে। স্টাইলাস পেন আলাদা ভাবে কিনতে হবে না। পেন ট্যাবলেটের সঙ্গেই পাঠাবে কোম্পানি।

Samsung Galaxy Tab S10 Lite স্পেসিফিকেশন

Samsung Galaxy S10 Lite একটি 10.9 ইঞ্চি TFT টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 600 নিট পিক ব্রাইটনেস, WUXGA+ রেজোলিউশন (2,112 x 1,320 পিক্সেল), এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্যামসাং নতুন ট্যাবে তাদের নিজস্ব Exynos 1380 প্রসেসর ব্যবহার করেছে। এটি 8 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস10 লাইট ট্যাবে একটি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ফাস্ট চার্জিং ক্ষমতা সহ 8,000mAh ব্যাটারি বর্তমান। এতে 5G, ব্লুটুথ 5.3, এবং Wi-Fi 6 কানেক্টিভিটির জন্য সাপোর্ট আছে। ট্যাবলেটটির বক্সের মধ্যেই S Pen স্টাইলাস দেওয়া হয়েছে।

S পেন দিয়ে স্ক্রিনের যে কোনো জায়গা গোল করলে, গুগলের সার্কেল টু সার্চ ফিচার ইন্টারনেট ঘেঁটে সেই বস্তুটির সম্পর্কে বিস্তারিত তথ্য চোখের সামনে তুলে ধরবে। ট্যাবটির কভার কীবোর্ডে গ্যালাক্সি এআই কী রয়েছে যা কীবোর্ড থেকেই AI টুলে দ্রুত অ্যাক্সেস দেয়। তবে এটি আলাদা করে কিনতে হবে। স্যামসাং ট্যাবটির সঙ্গে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। যার মধ্যে এক বছরের জন্য গুডনোটসের ফুল ভার্সন অ্যাক্সেস ও ক্লিপ স্টুডিও পেইন্টের ছয় মাসের জন্য ফ্রি ট্রায়াল সহ এক বছরের প্ল্যানে 20 শতাংশ ডিসকাউন্ট উল্লেখযোগ্য।

ভারতে Samsung Galaxy Tab S10 Lite এর দাম

ভারতে Samsung Galaxy Tab S10 Lite এর দাম শুরু হচ্ছে 30,999 টাকা থেকে। এটি 6 জিবি + 128 জিবি স্টোরেজ সহ Wi-Fi ভার্সনের মূল্য। আর 8 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম 40,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, ট্যাবটির 5G ভার্সনের 6 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 35,999 এবং 45,999 টাকা। ট্যাবলেটটি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স প্ল্যাটফর্ম, ও নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। এটি  গ্রে, সিলভার, এবং কোরাল রেড কালারে পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. গল্প নয় সত্যি! Flipkart-এর সেলে 39,999 টাকায় বিক্রি হবে iPhone 14, এমন সুযোগ একবারই
  2. ভারতে এল Samsung-এর সবচেয়ে সস্তা প্রিমিয়াম ট্যাবলেট Galaxy Tab S10 Lite
  3. বাজেটে প্রিমিয়াম ফোন চাই? পুজোর আগে Samsung Galaxy S24 Ultra অর্ধেকেরও কম দামে মিলতে পারে
  4. উন্নত প্রযুক্তি ও দুর্ধর্ষ ক্যামেরায় ঝড় তুলবে Vivo X300 সিরিজ, ফাঁস লঞ্চের তারিখ
  5. 50,000 টাকার উপর দাম কমল! Flipkart সেলে রেকর্ড ছাড়ে iPhone 16 Pro Max
  6. iPhone 17 অতীত, এবার Oppo Find X9 সিরিজের লঞ্চ, ব্যাটারি-ক্যামেরায় বড় চমক
  7. iPhone 17 সিরিজের পর বাজার কাঁপাতে আসছে Xiaomi 16, ফিচার্স তাজ্জব করবে
  8. iPhone 17-এর স্বাদ কম দামে মেটাবে Samsung Galaxy S25 FE, ভারতে আসার আগেই দাম ফাঁস
  9. HMD Vibe 5G মাত্র 8,999 টাকায় লঞ্চ হল ভারতে, দাম কম হলেও ফিচার্সে ভরপুর
  10. Samsung Galaxy F17 5G ভারতে 15,000 টাকার কমে লঞ্চ হল, টানা 6 বছর Android আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.