Samsung Galaxy Tab S10 Lite এর সঙ্গে স্টাইলাস পেন পাঠাবে কোম্পানি। অতিরিক্ত টাকা খরচ করে আলাদা ভাবে কিনতে হবে না।
Photo Credit: Samsung
Samsung Galaxy Tab S10 Lite এর বাক্সেই S Pen আছে
Samsung Galaxy Tab S10 Lite ভারতে লঞ্চ হল। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির Galaxy Tab S10 সিরিজের সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি মডেল। ডিভাইসটি সেই সমস্ত ক্রেতাদের জন্য ডিজাইন করা হয়েছে, যাদের দৈনন্দিন কাজের জন্য প্রিমিয়াম প্রাইস ট্যাগ ছাড়াই একটি ভাল ট্যাবলেটের প্রয়োজন। Samsung Galaxy Tab S10 Lite-এ 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 10.9 ইঞ্চি ডিসপ্লে ও 8000mAh ব্যাটারি রয়েছে। আবার সৃজনশীল কাজকর্মে প্রয়োজনের জন্য S Pen সাপোর্ট থাকছে। স্টাইলাস পেন ট্যাবটির সঙ্গেই পাঠাবে কোম্পানি। অতিরিক্ত টাকা খরচ করে আলাদা ভাবে কিনতে হবে না।
Galaxy S10 Lite এর সামনে 10.9 ইঞ্চির বড় ডিসপ্লে আছে যার রেজোলিউশন 2,112 x 1,320 পিক্সেল, পিক ব্রাইটনেস 600 নিট, ও রিফ্রেশ রেট 90 হার্টজ। কোম্পানি ট্যাবটিতে তাদের নিজস্ব Exynos 1380 প্রসেসর ব্যবহার করেছে। এটি 8 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। আবার 6 জিবি + 128 জিবির একটি স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে। আপনি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 2 টেরাবাইট (2000 জিবি) পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস10 লাইট এর সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ট্যাবলেটটি Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর OneUI 5.1 কাস্টম সফটওয়্যারে চলে। সুপার ফাস্ট চার্জিং সহ 8,000mAh ক্ষমতার ব্যাটারি ডিভাইসটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্যামসাং দাবি করেছে, এটি 13 ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও চালাতে পারবে। এতে 5G এবং Wi-Fi 6 কানেক্টিভিটির সমর্থন মিলবে।
Samsung Galaxy Tab S10 Lite একটি দক্ষ এআই সঙ্গী হিসেবেও কাজ করে। এটি সার্কেল টু সার্চ ফিচারের মাধ্যমে স্ক্রিনের যে কোনো জায়গা গোল করে ইন্টারনেটে বস্তুটির সম্পর্কে জানতে সাহায্য করে। স্যামসাং নোটসের ইন্টেলিজেন্ট ফিচার্স হ্যান্ডরাইটিং হেল্প দিয়ে হাতে লেখা নোট সাজানো হোক অথবা সলভ ম্যাথের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান চুটকিতে করে দেবে। ট্যাবটির কভার কীবোর্ডে গ্যালাক্সি এআই কী রয়েছে যা কীবোর্ড থেকেই AI টুলে দ্রুত অ্যাক্সেস দেয়।
Samsung Galaxy Tab S10 Lite লঞ্চের ঘোষণা করা হলেও দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। এটি সেপ্টেম্বর 5 থেকে কেনার জন্য উপলব্ধ হবে। তখনই আনুষ্ঠানিক মূল্য প্রকাশ হতে পারে। ট্যাবলেটটি গ্রে, সিলভার এবং কোরাল রেড কালারে পাওয়া যাবে। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে।
উল্লেখ্য, স্যামসাং ট্যাবটির সঙ্গে অনেক ক্রিয়েটর-ফ্রেন্ডলি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করছে, যার মধ্যে রয়েছে এক বছরের জন্য গুডনোটসের ফুল ভার্সনে অ্যাক্সেস, ক্লিপ স্টুডিও পেইন্টের ছয় মাসের বিনামূল্যে ট্রায়াল, লুমাফিউশনে 66 শতাংশ ছাড় সহ আরও অনেক কিছু।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন