জিও অফার করছে 90 দিনের বৈধতার সাথে JioHotstar-এ সাবস্ক্রিপশন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 17 মার্চ 2025 17:13 IST
হাইলাইট
  • জিও, 299 টাকা এবং তার চেয়ে বেশি রিচার্জের মাধ্যমে বিনামূল্যে JioHotstar
  • গ্রাহকরা 50 দিনের জন্য JioFiber এবং JioAirFiber-এর ট্রায়াল পেতে পারেন
  • অফারটি 17-ই মার্চ থেকে 31-সে মার্চ পর্যন্ত চলবে

রিলায়েন্স জিওর কিছু প্রিপেইড প্ল্যান JioHotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে

Photo Credit: Reuters

ভারতে আসন্ন ক্রিকেট সিজেনের আগেই রিলায়েন্স জিও কিছু বাছাই করা প্রিপেইড রিচার্জ প্ল্যানের উপর নতুন সুবিধার ঘোষণা করলো। টেলিকম প্রোভাইডার সংস্থাটি 299 টাকা এবং তার চেয়ে বেশি টাকার মোবাইল রিচার্জের সাথে JioHotstar-এ এক সৌজন্যমূলক সাবক্রিপশনের সুবিধা শুরু করেছে এবং সাথেই কোম্পানি তারবিহীন ব্রডব্র্যান্ড পরিষেবা Jio AirFiber-এর একটি বিনামূল্যে ট্রায়াল দেওয়া হচ্ছে। যাইহোক গ্রাহকরা তাদের মোবাইল এবং টিভিতে 4K রেজোলিউশনে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ক্রিকেট ম্যাচগুলি সহ অন্যান্য সিনেমা, শো, অ্যানিমি এবং ডকুমেন্টারিগুলি স্ট্রিম করতে পারবে।

রিলায়েন্স জিওর আনলিমিটেড অফার:

রিলায়েন্স জিওর মতে, বর্তমান এবং নতুন জিওর গ্রাহকরা 299 টাকা এবং তার চেয়ে বেশি টাকা প্ল্যান রিচার্জের বিনিময়ে JioHotstar-এ 90 দিনের জন্য সৌজন্যমূলক সাবস্ক্রিপশন পাবে। এটি মোবাইল সহ টিভিতে 4K স্ট্রিমিং-এর অনুমতি দেবে। এছাড়াও গ্রাহকদের বাড়িতে বিনোদনের জন্য টেলিকম অপারেটরটি 50 দিনের জন্য JioFiber এবং JioAirFiber-এর ট্রায়াল প্রদান করছে। এটিতে অপরিসীম WiFi, 800+ OTT চ্যানেল এবং 11-টিরও বেশি OTT অ্যাপ যুক্ত করেছে।

বর্তমান জিও ব্যবহারকারীরা 299 টাকা প্ল্যান রিচার্জের মাধ্যমে অপরিসীম ভয়েস কল, প্রতিদিন 1.5 জিবি ডাটা এবং 100 টি SMS পাবেন, এছাড়াও এটিতে বিভিন্ন অ্যাপ বান্ডেল করা আছে যেমন- JioCould এবং JioTV। নতুন ব্যবহারকারীরা আগে উল্লেখিত অথবা উচ্চ মূল্যের প্ল্যানের সাথে একটি নতুন সিম কিনতে পারেন, যাতে তারা এই একই সুবিধা উপভোগ করতে পারবেন। অন্যদিকে যারা অপরিসীম 5G ইন্টারনেটের সুবিধা চান, তারা প্রতিদিন 2-জিবি অথবা তার চেয়ে বেশির প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন।

এই অফারটি 17-ই মার্চ থেকে 31-সে মার্চ পর্যন্ত বৈধ। কোম্পানি বলেছে, যে সমস্ত গ্রাহকরা 17 মার্চের আগেই রিচার্জ করেছেন এবং একটি সক্রিয় প্ল্যান আছে , তারা 100 টাকার প্যাকটির রিচার্জে এই একই সুবিধা পাবেন। এই সমস্ত প্ল্যানগুলি ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই উন্মোচিত করা হয়েছে, যেটি আগামী 22-সে মার্চ আরম্ভ হবে। টেলিকম প্রোভাইডারের মতে, সৌজন্যমূলক JioHotstar-এর সাবস্ক্রিপশনটি ম্যাচ শুরু হওয়ার প্রথম দিন থেকে 90 দিন পর্যন্ত সক্রিয় থাকবে।

উল্লেখযোগ্যভাবে জিও অন্যান্য প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলিও অফার করছে, যেটির সাথে স্ট্রিমিং সার্ভিসটির একটি সৌজন্যমূলক সাবস্ক্রিপশন থাকছে। গ্রাহকরা 100 টাকা, 195 টাকা এবং 949 টাকা রিচার্জের মাধ্যমেও এই একই সুবিধা উপভোগ করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
  2. Motorola Signature স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, প্রিমিয়াম ক্যামেরার সাথে দুর্ধর্ষ ফিচার্স
  3. Flipkart Republic Day সেলে মহা ছাড়, 9,999 টাকায় নতুন ফোন, iPhone, Vivo, Motorola-তে বাম্পার অফার
  4. Google Pixel 10a: মিড-রেঞ্জে প্রিমিয়াম ফোন আনছে গুগল, ফেব্রুয়ারিতে লঞ্চের আগেই দাম ও ফিচার্স লিক
  5. Xiaomi 17 Max: শাওমির ইতিহাসে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আসছে, লঞ্চ কবে জেনে নিন
  6. Flipkart Republic Day Sale: বিশাল ছাড় ফ্লিপকার্টে, iPhone 16 প্রায় 23,000 টাকা সস্তায়
  7. Realme-এর প্রথম 10,000mAh ব্যাটারি ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  8. Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব
  9. 10,000mAh ব্যাটারির Realme স্মার্টফোন ভারতে জানুয়ারি মাসেই লঞ্চ হতে পারে
  10. অনবদ্য ক্যামেরার সাথে Oppo Reno 15 সিরিজ 5G-এর সেল শুরু, ক্রেতাদের জন্য গুচ্ছের অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.