আবারও রিলায়েন্স জিওর ধামাকা। জিও কোম্পানি ভারতে উপস্থিত প্রী-পেইড ব্যবহারকারীদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। প্লানটির সাথে JioHotstar এ একটি সৌজন্যমূলক সাবস্ক্রিপশনের সুবিধাও দেওয়া হচ্ছে, যার বৈধতা থাকবে 90 দিন। নতুন প্লানটির দাম 100 টাকা