৯৯৯ টাকায় নতুনপ্রিপেড প্ল্যান নিয়ে এল জিও। এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে। ভ্যালিডিটি ৮৪ দিন।
নতুন প্রিপেডি প্ল্যান নিয়ে জিও
৯৯৯ টাকায় নতুনপ্রিপেড প্ল্যান নিয়ে এল জিও। এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে। ভ্যালিডিটি ৮৪ দিন। এছাড়াও ৯৯৯ টাকা প্রিপেড প্ল্যানে সব জিও নম্বরে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে করা যাবে।
৯৯৯ টাজা প্ল্যানের দৈনিক ৩জিবি ডেটা শেষ হলে স্পিড কমে ৬৪কেবিপিএস হবে। মাইজিও অ্যাপ ও অন্যান্য থার্ড পার্টি অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করা যাবে। এছারাও ৩৪৯ টাকা প্ল্যানেও প্রতিদিন ৩জিবি ডেটা পাওয়া যাবে। যদিও সেই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
করোনাভাইরাসের কারণে ঘরে বসে কাজ করতে হচ্ছে সবাইকে। বাড়ি থেকে কাজ করতে চাই একটি ভালো ইন্টারনেট কানেকশন ও অনেক ডেটা। এই কথা মাথায় রেখেই 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 365 দিন ভ্যালিডিটি। 2,399 টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গেই “ওয়ার্ক ফ্রম-হোম” অ্যাডি-অন প্যাক নিয়ে এসেছে মুম্বাইয়ের কোম্পানিটি। 151 টাকা, 201 টাকা ও 251 টাকার এই প্ল্যানগুলিতে অতিরিক্ত 50GB পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে।
2,399 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। ফেব্রুয়ারিতে 2,121 টাকা প্ল্যান নিয়ে এসেছিল সংস্থাটি। সেই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটার সঙ্গেই 336 দিন বৈধতা দিচ্ছিল Jio।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month