এবার নতুন একটি প্ল্যানের সাথে JioHotstar-এ সাবস্ক্রিপশনের সুবিধা নিয়ে এলো জিও কোম্পানি

জিওর নতুন 100 টাকার প্রী-পেইড প্ল্যানটি 90 দিনের জন্য বৈধতা বজায় রাখে

এবার নতুন একটি প্ল্যানের সাথে JioHotstar-এ সাবস্ক্রিপশনের সুবিধা নিয়ে এলো জিও কোম্পানি

Photo Credit: Reliance Jio

রিলায়েন্স জিওর কিছু পরিকল্পনায় JioHotstar-এর বিনামূল্যে বিজ্ঞাপন-সমর্থিত সাবস্ক্রিপশন অফার করা হয়

হাইলাইট
  • 100 টাকার রিচার্জ প্ল্যানটি 5-জিবি হাই-স্পিড ইন্টারনেট অফার করে
  • এটি 90 দিনের জন্য সৌজন্যমূলক JioHotstar-এর সাবস্ক্রিপশন নিয়ে এসেছে
  • সাধারণত JioHotstar-এর বিজ্ঞাপন সমর্থিত প্লানটির দাম মাসিক 149 টাকা
বিজ্ঞাপন

রিলায়েন্স জিও ভারতীয় প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যানের উন্মোচন ঘটিয়েছে, যেটি তাদের নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar-এ সচেয়ের সস্তায় কনটেন্টগুলি স্ট্রিম করার সুবিধা দেয়। এটি প্লানটির সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে একটি সৌজন্যমূলক JioHotstar-এর সাবস্ক্রিপশনও যুক্ত করা হয়েছে। এই স্ট্রিমিং পরিষেবাটি সম্প্রতি ভারতে JioCinema এবং Disney+Hotstar-এর সমন্বয়ে লঞ্চ হয়েছে। এই প্ল্যানটি গ্রহণ করলে রিলায়েন্স জিওর ব্যবহারকারীরা বিজ্ঞাপন সমর্থিত কনটেন্টগুলি, স্ট্রিমিং পরিষেবাটির মাসিক অথবা বার্ষিক পরিকল্পনায় সাবস্ক্রিপশন করা না থাকলেও দেখতে পারবেন।

রিলায়েন্স জিওর 100 টাকার প্রী-পেইড রিচার্জ প্ল্যান: দেখে নিন এটিতে কি সুবিধা আছে:

এবার রিলায়েন্স জিওর সাবস্ক্রাইবাররা একটি বিশেষ প্রী-পেইড
রিচার্জ প্ল্যানের মাধ্যমে JioHotstar-এ একটি সৌজন্যমূলক প্রবেশাধিকার পেতে পারে। মোবাইল ব্যবহারকারীদের জন্য 100 টাকার প্রী-পেইড রিচার্জ প্ল্যানটি 90 দিনের জন্য JioHotstar-এ সৌজন্যমূলক বিজ্ঞাপন সমর্থিত সাবস্ক্রিপশনের অফার প্রদান করছে।

অন্যদিকে নিজের ক্ষেত্রেও প্লানটির বৈধতা 90 দিন, কিন্তু এটি শুধুমাত্র ডেটার সুবিধাই দেয়। গ্রাহকরা মোট 5-জিবি হাই-স্পিড ইন্টারনেট পেতে পারে। টেলিকমিউনিকেশন অপারেটর অনুযায়ী, প্লানটির ডেটার সীমা শেষ হওয়ার পর ডাউনলোড স্পিড 64kbps-এ কমে যায়। যাইহোক সৌজন্যমূলক JioHotstar সাবস্ক্রিপশনটি মোবাইল অথবা টিভি উভয়েতেই কাজ করবে।

উল্লেখযোগ্যভাবে বলা ভালো, JioHotstar-এর অ্যাড সমর্থিত প্ল্যানটি প্রতি মাসের জন্য 149 টাকা থেকে শুরু হচ্ছে। এটি একটি মোবাইল ডিভাইসে 720p রেজোলিউশন সমৃদ্ধ কনটেন্ট গুলি স্ট্রিম করার সুবিধা দেবে। সর্বোচ্চ JioHotstar-এর প্রিমিয়াম প্লানটির দাম মাসিক 299 টাকা এবং বার্ষিক 1,499 টাকা। টেলিকম প্রোভাইডার দাবি করেছে যে, এটিতে লাইভ স্পোর্ট কভারেজের, সাথে প্রায় 300,000 ঘণ্টার সিনেমা, শো, অ্যানিমি এবং ডকুমেন্টারি যুক্ত করা হয়েছে।

যারা বেশি ডেটার সাথে বেশি দামের প্ল্যান কিনতে ইচ্ছুক তারা 195 টাকার প্রী-পেইড প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এটি ক্রিকেট ডেটা প্যাক হিসেবে উন্মোচিত হয়েছে, এটিতে 15 জিবির উচ্চ স্পিডের ইন্টারনেট যুক্ত করা হয়েছে, তবে অন্যান্য সুবিধা গুলি একই থাকবে। এবং যদি আপনার ভয়েস কল ও SMS-এর ও প্রয়োজন থাকে, তাহলে এখানে 949 টাকার প্রী-পেইড প্ল্যান আছে। এটি 90 দিনের জন্য অপরিসীম ভয়েস কল, প্রতিদিন 100 টি করে SMS এবং প্রতি দিনের জন্য 2 জিবি করে ডেটার সুবিধা নিয়ে এসেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Motorola Razr Fold: মোটোরোলা পাঁচটি ক্যামেরার সাথে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আনল
  2. Amazon-এর ধামাকা অফার, 43,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে ডুয়াল স্ক্রিনের Samsung ফোন
  3. Vivo বছরের শুরুতেই দু'টি নতুন ফোন লঞ্চ করল, 6,000mAh ব্যাটারি ও 12GB RAM রয়েছে
  4. Vivo X200T বাজার কাঁপাতে এই মাসে লঞ্চ হতে পারে, দাম ফাঁস হল, ফিচার্স আলোড়ন ফেলবে
  5. Realme Pad 3: ফোনের থেকেও স্লিম ট্যাব ভারতে আনল রিয়েলমি, রয়েছে 2.8K স্ক্রিন ও 12200mAh ব্যাটারি
  6. Redmi Pad 2 Pro 5G বিশাল 12000mAh ব্যাটারি ও 12.1 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 7 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  7. Realme 16 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 7000mah ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার্সে বড় চমক, দাম জেনে নিন
  8. 108 মাস্টারপিক্সেল ক্যামেরার সঙ্গে Redmi Note 15 5G লঞ্চ হল ভারতে, ক্রেতারা পাবে 3,000 টাকা ডিসকাউন্ট
  9. ইলেকট্রিক গাড়ির ব্যাটারি প্রযুক্তি এবার স্মার্টফোনে, দেড় দিনের বেশি ব্যাকআপ দেবে Poco M8 5G
  10. Honor Power 2 অবিশ্বাস্য 10,080mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, দামও কম, দেখতে অবিকল iPhone 17 Pro Max
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »