আবার দেশের বাজারে এলো রিলায়েন্স জিও কোম্পানির ধামাকা। জিও কোম্পানি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন প্ল্যানের এক সুবিধা। যে সমস্ত জিও গ্রাহকদের জিও ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রিপশনের সুবিধা আছে তারা কিছু বাছাই করা প্ল্যানের সাথে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা পাবে