ইউটিউব প্রিমিয়ামের প্রবেশাধিকার পাওয়ার জন্য গ্রাহকদের Google-অ্যাকাউন্টটি লিঙ্ক করার প্রয়োজন আছে
Photo Credit: Jio
2023 সালের সেপ্টেম্বরে ভারতে Jio AirFiber চালু হয়েছিল
রিলায়েন্স জিও তাদের জিও-ফাইবার এবং এয়ার-ফাইবার সাবস্ক্রাইবারদের জন্য ইউটিউব প্রিমিয়াম সার্ভিসের সুবিধা নিয়ে এলো, যেটি কোনও অতিরিক্ত টাকা ছাড়াই দুই বছরের জন্য দেওয়া হবে। এই অফারটি দেশের বাজারে কিছু বাছাই করা প্ল্যানের সাবস্ক্রিপশনে আবদ্ধ জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার গ্রাহকদেরই দেওয়া হচ্ছে। এই সুবিধা উপভোগ করার জন্য ব্যবহারকারীদের Google অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে। ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের অ্যাড-ফ্রি বিষয়বস্তু দেখতে দেয় এবং ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের সাথে আনন্দ লাভের সুযোগ করে দেয়। অফলাইন দেখার জন্য বিষয়বস্ত ডাউনলোড করতে পারে,এমনকি অফলাইন ইউটিউব মিউজিক-এ প্রবেশাধিকারও দেয়।
রিলায়েন্স জিও একটি X-পোস্টের মাধ্যমে ঘোষণা করেছে যে, তারা 24-মাসের জন্য জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবার পোস্টপেইড গ্রাহকদের বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা দেবে। এটির পোস্ট-পেইড প্ল্যানের ব্যবহারকারীদের কাছে কিছু বাছাইকরা মাসের জন্য উপলব্ধ আছে যেমন-কোয়াটারলি, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক।
সাবস্ক্রাইবারদের 888 টাকা, 1,199টাকা, 1499টাকা, 2499 টাকা, 3499-টাকার প্ল্যানগুলিতে এই অফারটি দেওয়া হচ্ছে। এইসমস্ত জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবার প্লানগুলি যথাক্রমে 30-Mbps, 100-Mbps, 300-Mbps, 500-Mbps এবং 1Gbps-এর স্পিড প্রদান করবে।
এইসমস্ত প্লানগুলির মধ্যে ইতিমধ্যেই আনলিমিটেড ডেটা, ফ্রি ভয়েস কলিং এবং এর পাশাপাশি নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম লাইট, Disney+Hotstar, Sony Liv এবং Zee5-এর সুবিধাগুলি উপলব্ধ আছে।
বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামের প্রবেশাধিকার পেতে গেলে যোগ্য জিও ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের পোস্টপেইড ব্যবহারকারীদের My Jio অ্যাপ অথবা jio.Com-এর মধ্যে গিয়ে
উপযুক্ত ব্যানারে ক্লিক করে অবশ্যই লগ-ইন করতে হবে। লগ ইন করার সময় তাদের গুগল অ্যাকাউন্টটি লিঙ্ক করার প্রয়োজন আছে, একবার সফলভাবে লিঙ্ক করা হয়ে গেলে, কোনো অতিরিক্ত টাকা ছাড়াই ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন টি সক্রিয় হয়ে যাবে। এই সাবক্রিপশনটি যেদিন হবে সেদিন থেকে 24 মাস বা দুই বছরের জন্য বৈধ থাকবে।
উল্লেখযোগ্যভাবে বলা ভালো, ইউটিউব প্রিমিয়ামের মাসিক প্ল্যানটি বর্তমানে 149 টাকায় উপলব্ধ আছে যেখানে স্টুডেন্ট মাসিক প্ল্যান এবং ফ্যামিলি প্ল্যানের দাম যথাক্রমে 89টাকা এবং 299টাকা। এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি অ্যাড-ফ্রি দেখার অভিজ্ঞতা,ব্যবহারকারীদের অফলাইন দেখার জন্য বিষয়বস্ত ডাউনলোড করার সুযোগ এবং ব্যবহারকারীদের তাদের ডিভাইসে অন্য কাজ করার সময় ব্যাকগ্রাউন্ড ভিডিও চালানোর সুযোগ দিচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development