এবার জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রাইবাররা পাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ

ইউটিউব প্রিমিয়ামের প্রবেশাধিকার পাওয়ার জন্য গ্রাহকদের Google-অ্যাকাউন্টটি লিঙ্ক করার প্রয়োজন আছে

এবার জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রাইবাররা পাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ

Photo Credit: Jio

2023 সালের সেপ্টেম্বরে ভারতে Jio AirFiber চালু হয়েছিল

হাইলাইট
  • ব্যবহারকারীদের এইসমস্ত সুবিধা উপভোগ করতে গেলে Google-অ্যাকাউন্টটি লিঙ্ক
  • প্লানগুলি আনলিমিটেড ডেটা, ফ্রি ভয়েস কলিং এবং OTT প্ল্যাটফর্মগুলিতে প্র
  • ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের অ্যাড-ফ্রি বিষয়বস্তু দেখার সুযোগ করে
বিজ্ঞাপন

রিলায়েন্স জিও তাদের জিও-ফাইবার এবং এয়ার-ফাইবার সাবস্ক্রাইবারদের জন্য ইউটিউব প্রিমিয়াম সার্ভিসের সুবিধা নিয়ে এলো, যেটি কোনও অতিরিক্ত টাকা ছাড়াই দুই বছরের জন্য দেওয়া হবে। এই অফারটি দেশের বাজারে কিছু বাছাই করা প্ল্যানের সাবস্ক্রিপশনে আবদ্ধ জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার গ্রাহকদেরই দেওয়া হচ্ছে। এই সুবিধা উপভোগ করার জন্য ব্যবহারকারীদের Google অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে। ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের অ্যাড-ফ্রি বিষয়বস্তু দেখতে দেয় এবং ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের সাথে আনন্দ লাভের সুযোগ করে দেয়। অফলাইন দেখার জন্য বিষয়বস্ত ডাউনলোড করতে পারে,এমনকি অফলাইন ইউটিউব মিউজিক-এ প্রবেশাধিকারও দেয়।

বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামের অ্যাক্সেস পাওয়ার জন্য রিলায়েন্স জিও ফাইবার এবং এয়ার ফাইবারের প্ল্যান:

রিলায়েন্স জিও একটি X-পোস্টের মাধ্যমে ঘোষণা করেছে যে, তারা 24-মাসের জন্য জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবার পোস্টপেইড গ্রাহকদের বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা দেবে। এটির পোস্ট-পেইড প্ল্যানের ব্যবহারকারীদের কাছে কিছু বাছাইকরা মাসের জন্য উপলব্ধ আছে যেমন-কোয়াটারলি, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক।

সাবস্ক্রাইবারদের 888 টাকা, 1,199টাকা, 1499টাকা, 2499 টাকা, 3499-টাকার প্ল্যানগুলিতে এই অফারটি দেওয়া হচ্ছে। এইসমস্ত জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবার প্লানগুলি যথাক্রমে 30-Mbps, 100-Mbps, 300-Mbps, 500-Mbps এবং 1Gbps-এর স্পিড প্রদান করবে।

এইসমস্ত প্লানগুলির মধ্যে ইতিমধ্যেই আনলিমিটেড ডেটা, ফ্রি ভয়েস কলিং এবং এর পাশাপাশি নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম লাইট, Disney+Hotstar, Sony Liv এবং Zee5-এর সুবিধাগুলি উপলব্ধ আছে।

কিভাবে জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের মাধ্যমে বিনামুল্যে ইউটিউব প্রিমিয়ামের প্রবেশাধিকার পাওয়া যাবে:

বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামের প্রবেশাধিকার পেতে গেলে যোগ্য জিও ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের পোস্টপেইড ব্যবহারকারীদের My Jio অ্যাপ অথবা jio.Com-এর মধ্যে গিয়ে
উপযুক্ত ব্যানারে ক্লিক করে অবশ্যই লগ-ইন করতে হবে। লগ ইন করার সময় তাদের গুগল অ্যাকাউন্টটি লিঙ্ক করার প্রয়োজন আছে, একবার সফলভাবে লিঙ্ক করা হয়ে গেলে, কোনো অতিরিক্ত টাকা ছাড়াই ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন টি সক্রিয় হয়ে যাবে। এই সাবক্রিপশনটি যেদিন হবে সেদিন থেকে 24 মাস বা দুই বছরের জন্য বৈধ থাকবে।

উল্লেখযোগ্যভাবে বলা ভালো, ইউটিউব প্রিমিয়ামের মাসিক প্ল্যানটি বর্তমানে 149 টাকায় উপলব্ধ আছে যেখানে স্টুডেন্ট মাসিক প্ল্যান এবং ফ্যামিলি প্ল্যানের দাম যথাক্রমে 89টাকা এবং 299টাকা। এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি অ্যাড-ফ্রি দেখার অভিজ্ঞতা,ব্যবহারকারীদের অফলাইন দেখার জন্য বিষয়বস্ত ডাউনলোড করার সুযোগ এবং ব্যবহারকারীদের তাদের ডিভাইসে অন্য কাজ করার সময় ব্যাকগ্রাউন্ড ভিডিও চালানোর সুযোগ দিচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  2. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  3. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  4. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  5. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  6. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  7. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  8. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  9. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  10. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »