নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 সেপ্টেম্বর 2024 08:58 IST
হাইলাইট
  • সোমবার Apple কোম্পানী "it's Glowtime" অনুষ্ঠানের মাধ্যমে watch series 1
  • নতুন স্মার্টওয়াচগুলিতে একটি নতুন নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈ
  • স্মার্টওয়াচগুলি 10 সেপ্টেম্বর থেকে ক্রয় করা যাবে

Apple Watch Series 10 is available for purchase in GPS and LTE variants

Photo Credit: Apple

বিগত সোমবার Apple park-এ অনুষ্ঠিত “it's Glowtime” এর মাধ্যমে বিশ্বজুড়ে Apple watch series 10 লঞ্চ করা হয়েছে। কোম্পানী তাদের এই নতুন ঘড়িটি দুটি বিকল্পের সাথে উপস্থাপিত করেছে।
Apple কম্পানির এই নতুন ঘড়িটি পূর্ব প্রস্তাবিত ঘড়ির থেকে অনেক বেশি পাতলা এবং বড় ডিসপ্লে দ্বারা সজ্জিত। ঘড়িটির ডানদিকে ডিজিটাল ক্রাউন এবং শারীরিক বোতাম যুক্ত করা আছে। এটি Apple এর বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যর সাথে নতুন চিপসেট দ্বারা নির্মিত আছে।
Watch series 10 এর সাথে ষ্ট্যান্ডার্ড মডেলটির সামঞ্জস্য বজায় রাখার জন্য ডেপথ অ্যাপটিকে প্রসারিত করা হয়েছে।
এর পাশাপাশি কোম্পানীর 2023 সালে লঞ্চ হওয়া Apple watch Ultra 2 ঘড়িটি নতুন রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।

ভারতে Apple watch series 10 এবং Watch Ultra 2 এর দাম:

ভারতে Apple কম্পানির Watch series 10 এর 42মিমি GPS যুক্ত বিকল্পের দাম 46,900 টাকা, সেখানে সেলুলার বিকল্পটির দাম 56,900 টাকা। 42মিমি সেলুলার যুক্ত টাইটেনিয়াম বিকল্পটির দাম 79,900 এবং 46মিমি বিকল্পটির দাম 84,900 টাকা।
আজ থেকেই এটির প্রীঅর্ডার শুরু হচ্ছে এবং সেপ্টেম্বরের 20 তারিখ থেকে বিক্রয় শুরু হবে।

অন্যদিকে Apple watch Ultra 2 ঘড়িটি নতুন কালো টাইটেনিয়াম রঙে উপলব্ধ এবং এটি 89,900 টাকায় পাওয়া যাবে। আজ থেকেই এটির প্রীঅর্ডার শুরু হচ্ছে এবং 20 সেপটেম্বর থেকে কিনতে পাওয়া যাবে।

Apple Watch সিরিজ 10 এর স্পেসিফিকেশন:

কোম্পানীর মতে Watch সিরিজ 10 ঘড়িটি গোলাকৃতি কোন যুক্ত ওয়াইড অ্যাঙ্গেল ডিসপ্লে দ্বারা সজ্জিত, যেটি মেসেজ এবং পাসকোড লেখার ক্ষেত্রে সুবিধা প্রদান করে। এটি Apple কোম্পানীর অন্যান্য ঘড়ির তুলনায় সবচেয়ে বড় ডিসপ্লে যুক্ত ঘড়ি হয়ে উপস্থাপিত হয়েছে। পূর্বসূরীর তুলনায় এটি 40 শতাংশ বেশি উজ্জ্বলতা প্রদান করে ।

কোম্পানীর মতে 9.7 মিমি যুক্ত Apple watch series 10 ঘড়িটি সবথেকে পাতলা আপেলএর ঘড়ি। সিলিকনযুক্ত ন্যানো পার্টিকেল ব্যবহার করা এটি একটি অ্যালুমুনিয়াম কাঠামো দ্বারা সজ্জিত। কোম্পানী এটির টাইটেনিয়াম বিকল্পটি উন্মোচন করেছে ,দাবি করা হয়েছে যে ,স্টেইনলেস স্টিল যুক্ত Apple watch 9 series- এর থেকে এটি অনেক বেশি হালকা।

Apple Watch series 10 ঘড়িটি 4টি কোর বিশিষ্ট নিউরাল ইঞ্জিন সহ নতুন S10 চিপসেট দ্বারা চালিত, দাবি করা হয়েছে যে ,এটি 30 শতাংশ ছোট। ব্যাবহারকারীরা তাদের স্মার্টওয়াচটির অন্তর্বর্তী স্পিকারটি দ্বারা সরাসরিভাবে পডকাস্ট করতে এবং গান চালাতে পারবে। ঘড়িটিতে 50m এর জলের সুরক্ষা দেওয়া আছে। কোম্পানীর মতে ঘড়িটি এখনো পর্যন্ত সবথেকে দ্রুত চার্জিং সমর্থিত স্মার্টওয়াচ, 30 মিনিটের চার্জের বিনিময়ে 80 শতাংশ চার্জিং ব্যাবস্থা সমর্থন করে।

এই বছরের সবথেকে বড় উল্লেখযোগ্য উদ্ভাবন হলো এই ঘড়িটির মাধ্যমে নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য। নতুন ঘড়িটিতে উপস্থিত অ্যাক্সিলোমিটারটি শ্বাস প্রশ্বাসের ব্যঘাতগুলিকে পরিমাপ করতে পারে। এছাড়াও ঘড়িটি ঘুমের মধ্যে বিক্ষোভহীনতা পর্যবেক্ষণ করে। কোম্পানী প্রতি 30 দিনের ডেটাকে পরীক্ষা করে ব্যাবহারকারীদের কাছে উপস্থাপন করে এবং তাদের কোনো নিয়মলঙ্ঘিত ঘুমের সাইকেল থাকলে সেটিকে জানান দিয়ে থাকে। এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র 150টি দেশের জন্যই উপলব্ধ।
পূর্বসূরীর মতোই Apple watch series 10 টিতে ওষুধ অভিজ্ঞান বৈশিষ্ট্য এবং অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের (AFib)সতর্কতা প্রদান করে থাকে ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4 সিরিজ কম দামে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  2. লঞ্চের আগেই ফাঁস Xiaomi 15T সিরিজের দাম, থাকবে 50+50+13MP ট্রিপল ক্যামেরা
  3. নজর গোটা বিশ্বের, আজ Google এর হাই ভোল্টেজ লঞ্চ, Pixel 10 সিরিজের সঙ্গে আর কী আসবে দেখে নিন
  4. 3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স
  5. রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর
  6. Redmi প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে, ফিচার্স তাক লাগাবে
  7. Redmi 15 5G বাজার কাঁপিয়ে 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম শুনলে কিনতে ছুটবেন
  8. মাত্র 399 টাকায় ChatGPT GO আনল OpenAI, সবচেয়ে সস্তায় 10 গুণ বেশি সুবিধা
  9. Realme P4 5G এর দাম লঞ্চের এক দিন আগেই ঘোষণা হল, বাজেটে সেরা ফোন?
  10. সহজে ভাঙবে বা খারাপ হবে না এমন ফোন আনছে Vivo, লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.