নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10

নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10

Photo Credit: Apple

Apple Watch Series 10 is available for purchase in GPS and LTE variants

হাইলাইট
  • সোমবার Apple কোম্পানী "it's Glowtime" অনুষ্ঠানের মাধ্যমে watch series 1
  • নতুন স্মার্টওয়াচগুলিতে একটি নতুন নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈ
  • স্মার্টওয়াচগুলি 10 সেপ্টেম্বর থেকে ক্রয় করা যাবে
বিজ্ঞাপন

বিগত সোমবার Apple park-এ অনুষ্ঠিত “it's Glowtime” এর মাধ্যমে বিশ্বজুড়ে Apple watch series 10 লঞ্চ করা হয়েছে। কোম্পানী তাদের এই নতুন ঘড়িটি দুটি বিকল্পের সাথে উপস্থাপিত করেছে।
Apple কম্পানির এই নতুন ঘড়িটি পূর্ব প্রস্তাবিত ঘড়ির থেকে অনেক বেশি পাতলা এবং বড় ডিসপ্লে দ্বারা সজ্জিত। ঘড়িটির ডানদিকে ডিজিটাল ক্রাউন এবং শারীরিক বোতাম যুক্ত করা আছে। এটি Apple এর বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যর সাথে নতুন চিপসেট দ্বারা নির্মিত আছে।
Watch series 10 এর সাথে ষ্ট্যান্ডার্ড মডেলটির সামঞ্জস্য বজায় রাখার জন্য ডেপথ অ্যাপটিকে প্রসারিত করা হয়েছে।
এর পাশাপাশি কোম্পানীর 2023 সালে লঞ্চ হওয়া Apple watch Ultra 2 ঘড়িটি নতুন রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।

ভারতে Apple watch series 10 এবং Watch Ultra 2 এর দাম:

ভারতে Apple কম্পানির Watch series 10 এর 42মিমি GPS যুক্ত বিকল্পের দাম 46,900 টাকা, সেখানে সেলুলার বিকল্পটির দাম 56,900 টাকা। 42মিমি সেলুলার যুক্ত টাইটেনিয়াম বিকল্পটির দাম 79,900 এবং 46মিমি বিকল্পটির দাম 84,900 টাকা।
আজ থেকেই এটির প্রীঅর্ডার শুরু হচ্ছে এবং সেপ্টেম্বরের 20 তারিখ থেকে বিক্রয় শুরু হবে।

অন্যদিকে Apple watch Ultra 2 ঘড়িটি নতুন কালো টাইটেনিয়াম রঙে উপলব্ধ এবং এটি 89,900 টাকায় পাওয়া যাবে। আজ থেকেই এটির প্রীঅর্ডার শুরু হচ্ছে এবং 20 সেপটেম্বর থেকে কিনতে পাওয়া যাবে।

Apple Watch সিরিজ 10 এর স্পেসিফিকেশন:

কোম্পানীর মতে Watch সিরিজ 10 ঘড়িটি গোলাকৃতি কোন যুক্ত ওয়াইড অ্যাঙ্গেল ডিসপ্লে দ্বারা সজ্জিত, যেটি মেসেজ এবং পাসকোড লেখার ক্ষেত্রে সুবিধা প্রদান করে। এটি Apple কোম্পানীর অন্যান্য ঘড়ির তুলনায় সবচেয়ে বড় ডিসপ্লে যুক্ত ঘড়ি হয়ে উপস্থাপিত হয়েছে। পূর্বসূরীর তুলনায় এটি 40 শতাংশ বেশি উজ্জ্বলতা প্রদান করে ।

কোম্পানীর মতে 9.7 মিমি যুক্ত Apple watch series 10 ঘড়িটি সবথেকে পাতলা আপেলএর ঘড়ি। সিলিকনযুক্ত ন্যানো পার্টিকেল ব্যবহার করা এটি একটি অ্যালুমুনিয়াম কাঠামো দ্বারা সজ্জিত। কোম্পানী এটির টাইটেনিয়াম বিকল্পটি উন্মোচন করেছে ,দাবি করা হয়েছে যে ,স্টেইনলেস স্টিল যুক্ত Apple watch 9 series- এর থেকে এটি অনেক বেশি হালকা।

Apple Watch series 10 ঘড়িটি 4টি কোর বিশিষ্ট নিউরাল ইঞ্জিন সহ নতুন S10 চিপসেট দ্বারা চালিত, দাবি করা হয়েছে যে ,এটি 30 শতাংশ ছোট। ব্যাবহারকারীরা তাদের স্মার্টওয়াচটির অন্তর্বর্তী স্পিকারটি দ্বারা সরাসরিভাবে পডকাস্ট করতে এবং গান চালাতে পারবে। ঘড়িটিতে 50m এর জলের সুরক্ষা দেওয়া আছে। কোম্পানীর মতে ঘড়িটি এখনো পর্যন্ত সবথেকে দ্রুত চার্জিং সমর্থিত স্মার্টওয়াচ, 30 মিনিটের চার্জের বিনিময়ে 80 শতাংশ চার্জিং ব্যাবস্থা সমর্থন করে।

এই বছরের সবথেকে বড় উল্লেখযোগ্য উদ্ভাবন হলো এই ঘড়িটির মাধ্যমে নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য। নতুন ঘড়িটিতে উপস্থিত অ্যাক্সিলোমিটারটি শ্বাস প্রশ্বাসের ব্যঘাতগুলিকে পরিমাপ করতে পারে। এছাড়াও ঘড়িটি ঘুমের মধ্যে বিক্ষোভহীনতা পর্যবেক্ষণ করে। কোম্পানী প্রতি 30 দিনের ডেটাকে পরীক্ষা করে ব্যাবহারকারীদের কাছে উপস্থাপন করে এবং তাদের কোনো নিয়মলঙ্ঘিত ঘুমের সাইকেল থাকলে সেটিকে জানান দিয়ে থাকে। এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র 150টি দেশের জন্যই উপলব্ধ।
পূর্বসূরীর মতোই Apple watch series 10 টিতে ওষুধ অভিজ্ঞান বৈশিষ্ট্য এবং অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের (AFib)সতর্কতা প্রদান করে থাকে ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. খুব শীঘ্রই WhatsApp চ্যাটে দেখা যেতে পারে একটি নতুন ফিচার: মোশন ফটো
  2. মালয়েশিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলো Honor Pad X9a ট্যাবলেট
  3. নতুন Infinix AI-ফিচারের সাথে উন্মোচন হয়ে গেলো ইনফিনিক্সের তিনটি নতুন স্মার্টফোন
  4. MediaTek Dimensity 6300 SoC-দ্বারা চালিত হয়ে উন্মোচিত হয়েছে Vivo V50 Lite 5G, এক নতুন হ্যান্ডসেট
  5. MediaTek Dimensity 7300 Energy SoC-দ্বারা চালিত Oppo F29 Pro 5G
  6. MediaTek Dimensity 8350 Ultra SoC দ্বারা চালিত Realme P3 Ultra 5G
  7. ভারতের বাজারে Lenovo লঞ্চ করেছে একটি নতুন ট্যাবলেট Lenovo Idea Tab Pro
  8. ভারতে ব্যাঙ্গালুরু ভিত্তিক কোম্পানি লঞ্চ করেছে নতুন একটি ইলেকট্রিক স্কুটার Simple OneS
  9. জিও অফার করছে 90 দিনের বৈধতার সাথে JioHotstar-এ সাবস্ক্রিপশন
  10. অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গেলো Motorola Edge 60 Fusion-এর ডিজাইন রেন্ডার
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »