Apple কোম্পানী লঞ্চ করলো তাদের সম্পূর্ণ নতুন স্মার্টওয়াচ Apple watch series 10। ঘড়িতে দুটি আকর্ষণীয় বিকল্পের সাথে গ্রাহকদের কাছে উপলব্ধ হতে চলেছে। ঘড়িটিতে সবচেয়ে উল্লেখিত নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এছাড়াও এটিতে আগের মত শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত বৈশিষ্ট্যটিও যুক্ত করা আছে। ঘড়িটি আগামী 20 সেপ্টেম্বর থেকে ক্রয় করা যাবে