Apple AirPod এর সাথে প্রতিযোগিতায় নতুন Mi AirDots Youth Edition লঞ্চ করল Xiaomi। নতুন এই ওয়্যারলেস ইয়ারবাডে Bluetooth v5.0 সাপোর্ট থাকবে। এছাড়াও টাচের মাধ্যমে এই ইয়ারবাড কন্ট্রোল করা যাবে। কোন তার ছাড়াও স্টিরিও সাউন্ডের অভিজ্ঞতা পাওয়া যাবে Mi AirDots Youth Edition ওয়্যারলেস ইয়ারবাডে।
ইতিমধ্যেই চিনে Mi AirDots Youth Edition ওয়্যারলেস ইয়ারবাডের প্রি-অর্ডার শুরু হয়েছে। চিনে এই ওয়্যারলেস ইয়ারবাডের দাম 199 ইউয়ান (প্রায় 2,100 টাকা)। আগামী 11 নভেম্বর বিক্রি শুরু হবে এই ডিভাইস।
Mi AirDots Youth Edition ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে 7.2 মিমি ড্রাইভার। এর ফলে এই অডিও ডিভাইসে ডিস বাস পাওয়া যাবে। AirDots Youth Edition কন্ট্রোল করা জন্য কোন বাটন নেই। টাচ করে প্লে/ পজ, ভয়েস কল ও ভয়েস অ্যাসিস্ট্যন্ট ব্যবহার করা যাবে।
Mi AirDots Youth Editionএ থাকবে Bluetooth v5.0 সাপোর্ট। এর ফলে আগের থেকে বনেক বেশি রেঞ্জ পাওয়া যাবেও এই ডিভাইসে।
Mi AirDots Youth Edition এর সাথে একটি চার্জিং কেস থাকবে। একবার চার্জে 12 ঘন্টা গান শোনা যাবে। এই চার্জিং কেস থেকে ইয়ারবাড চার্জ করা যাবে। এক্সটারনাল চার্জারের মাধ্যমে এই চার্জিং কেস চার্জ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন