চিনে লঞ্চ হল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল। চিনে নতুন এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)। গত মাসে 75 ইঞ্চি টিভি লঞ্চ করেছিল কোম্পানি। নতুন 65 ইঞ্চি 4K Xiaomi Mi TV 4 তে চলবে কোম্পানির নিজস্ব PatchWall UI। টিভিটি মাত্র 7.5 মিমি পাতলা। থাকছে Dolby+DTS অডিও ইন্টিগ্রেশান আর 4K HDR সাপোর্ট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ। Mi TV সিরিজের সাম্প্রতিক সব টিভির মতোই 65 ইঞ্চি এই টিভিতেও আর্টিফিশায়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা যাবে।
নতুন এই টিভির ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল। Mi TV 4 সিরিজের অন্যান্য টিভিতেও একই ডিজাইনের মেটাল বেজেল দেখা গিয়েছে। টিভির ভিতরে রয়েছে কোয়াড-কোর Cortex-A53 প্রসেসার, 2GB RAM আর 16GB স্টোরেজ। Dolby+DTS এর জন্য টিভি দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে।
Xiaomi Mi TV 4 তে Android অপেরেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস। আপাতত শুধুমাত্র চিনে পাওয়া যাবে নতুন 65 ইঞ্চি টিভিটি। এই টিভি কবে ভারতে আসবে তা জানায়নি Xiaomi।
মে মাসে 75 ইঞ্চি 4K টিভি লঞ্চ করেছিল Xiaomi। চিনে সেই টিভির দাম 8,999 ইউয়ান (প্রায় 95,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন