Photo Credit: Xiaomi
নতুন 75 ইঞ্চি 4K LED স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi। Mi TV 4S মডেলে চিনে এই টিভি লঞ্চ হয়েছে। 23 নভেম্বর থেকে প্রতিবেশী দেশে বিক্রি শুরু হবে এই টিভি। ইতিমধ্যেই 43 ইঞ্চি ও 55 ইঞ্চি ভেরিয়েন্টে Mi TV 4S পাওয়া যায়। সম্রতি Mi TV 4 সিরিজেও 75 ইঞ্চি মডেল লঞ্চ হয়েছিল।
চিনে 75 ইঞ্চি Mi TV 4S এর দাম 7,999 ইউয়ান (প্রায় 82,100 টাকা)। মে মাসে লঞ্চ হয়েছিল 43 ইঞ্চি Mi TV 4S। চিনে এই টিভির দাম 1,799 ইউয়ান (প্রায় 19,100 তকা)। অন্যদিকে 55 ইঞ্চি Mi TV 4S এর দাম 3,299 ইউয়ান (প্রায় 35,100 টাকা)।
পাতলা বেজেল সহ 75 ইঞ্চি Mi TV 4S এ রয়েছে 4K প্যানেল। টিভির ভিতরে থাকছে 64 বিট A53 কোয়াড কোর প্রসেসার। সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ। রয়েছে HDR, Bluetooth, DTS-HD আর Dolby audio সাপোর্ট আর Wifi কানেক্টিভিটি।
কোম্পানির অন্যান্য সব স্মার্ট টিভির মতোই 75 ইঞ্চি Mi TV 4S এ রয়েছে Patchwall ইউজার ইন্টারফেস। রিমোটে ভয়েস কমান্ডের মাধ্যমে এই টিভি কন্ট্রোল করা সম্ভব। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে চিনে 23 নভেম্বর থেকে কেনা যাবে এই টিভি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন